গতকাল সোনারপুর উত্তর বিধানসভার কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের রাধানগর অটোস্ট্যান্ডে আয়োজিত হল এক কর্মীসভা। বক্তা ছিলেন যাদবপুরের প্রার্থী মিমি চক্রবর্তী, জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী, বিধায়ক ফিরদৌসি বেগম প্রমুখ। তবে এদিনের কর্মিসভায় দলের নেতাদের কথা শোনার চেয়ে মিমিকে দেখার জন্য কৌতূহলীদের ভিড় বেশি ছিল। সেলফি তোলা থেকে অটোগ্রাফ নেওয়ার জন্য অনেকে এসেছিলেন। তারমধ্যে সম্প্রতি একটি সিনেমায় মিমি চক্রবর্তীর নিজের গলায় গান শোনার জন্য অনেকে আবদার করেন। দলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তীও তাতে সায় দেন। এরপর মিমি দু’ কলি গান গান।
সভামঞ্চ থেকে মিমি বলেন, আমি জলপাইগুড়ির একটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। জীবনে প্রতিষ্ঠা পেতে কলকাতায় এসেছিলাম। দীর্ঘ লড়াইয়ের পর এখানে এসে পৌঁছেছি। ফের নতুন একটি দায়িত্ব নিয়ে এখন আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা আমায় ভোট দিয়ে দিদির হাতকে শক্ত করুন। আমি কথা দিচ্ছি, সব সময় আমাকে আপনারা পাবেন।
নাম না করে যাদবপুরের বিজেপি প্রার্থী অনুপম হাজারাকে ‘এক্সপায়ারি মেডিসিন’ এবং ‘খেলে শরীর খারাপ হবে’ বলে কটাক্ষ করলেন তৃণমূল প্রার্থী মিমি চক্রবর্তী। কিছুদিন আগেই জিনস পরা নিয়ে বিজেপির কটাক্ষের শিকার হতে হয় তাঁকে।তার উত্তরও দেন তিনি। বলেন, দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গাতে যাওয়ার জন্য শাড়ি ও সালোয়ার পরা যায় না। তাই জিনস পড়তে হয়। তবে এসব যারা বলছেন, তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে।