গতকাল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দোপাধ্যায় ভোট প্রচারের জন্য সারা জগৎবল্লভপুর ঘুরে বেড়ালেন। তাঁর সঙ্গে ছিলেন হুগলী জেলা পরিষদের সুবীর মুখোপাধ্যায়, দিলীপ যাদব-সহ আরো অনেকে। সকালে বড়গাছিয়া এবং হাঁটাল এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন তিনি।
প্রচারের সময় রাস্তার দু’ধারে মানুষের প্রচুর ভিড় ছিল। বহু মানুষ ফুল-মালা দিয়ে তাঁকে অভ্যর্থনা জানান। প্রত্যেকের সঙ্গে কুশল বিনিময় করেন কল্যাণবাবু। আবার কখনো প্রচারের ফাঁকে রাস্তার ধারে মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টিমুখ করেন দলের কর্মীদের সঙ্গে। সব মিলিয়ে এখানে কল্যাণ বন্দোপাধ্যায়ের প্রচারকে ঘিরে মানুষের উচ্ছাস ছিল দেখার মত।
কল্যাণ বন্দোপাধ্যায় এদিন মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ শুনতে চেয়েছেন। তা নিরাময় করার প্রতিশ্রুতিও দিয়েছেন। প্রচারের পর তিনি জানান, “এখানে প্রচারে এসে মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষের উৎসাহ দেখে আমি আপ্লুত”।