আজ বাংলাদেশের ৪৯তম স্বাধীনতা দিবস। মহা সমারোহে স্বাধীনতা দিবস উদযাপনে ব্রতী বাংলাদেশের মানুষ। সূর্যোদয়ের পরে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান দিনটির শুভ সূচনা করেছেন রাষ্ট্রপতি মহম্মদ আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের স্বাধীন হওয়ার দিনটি পালন করতে জাতীয় পর্যায়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকায় একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। এর পর উপস্থিত বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাগণ-সহ বিশিষ্ট মানুষেরা পুষ্পস্তবক অর্পণ করেছেন।
১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতার কথা ঘোষণা করেছিলেন বীর বঙ্গসন্তান। ৪৯ বছর আগে ২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিকে চিরতরে স্তব্ধ করে দিতে রাজধানী ঢাকা-সহ সারা দেশে ‘অপারেশন সার্চ লাইট’ নামে নৃশংস সামরিক অভিযানে গণহত্যা করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তাঁর বাসভবন থেকে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের আগে বঙ্গবন্ধু ২৬ মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। যে কোনও মূল্যে তিনি শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।