সপ্তাহের প্রথমদিনেই বিজেপির ডাকা রেল অবরোধের জেরে নাকাল হতে হল নিত্যযাত্রীদের। আজ সকালে কাঁকিনাড়া স্টেশনের রেলগেট অবরোধ করল বিজেপি। এই অবরোধের কোনো সঠিক কারণ দেখাতে পারেনি বিজেপি। কেবল মনগড়া অভিযোগ করে মানুষের নজরে আসতে চাইছে বলে মনে করছেন অনেকে। রবিবার দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে মহিলা কর্মীকে মারধর এবং শ্লীলতাহানির অভিযোগ করে। যদিও সে অভিযোগ ধোপে টিকছে না বলে সোমবার রেলগেট অবরোধ করা হয়।
সোমবার নির্বাচন কমিশনের হস্তক্ষেপের দাবিতে শিয়ালদা–রানাঘাট শাখার কাঁকিনাড়ার ২৯ নম্বর রেলগেট অবরোধ করে বিজেপি’র কর্মী–সমর্থকরা। ফলে সকাল থেকে শিয়ালদা–রানাঘাট শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। নির্বাচন কমিশনের আশ্বাস পেয়ে বিক্ষোভ তুলে নেওয়া হয়। এই ঘটনার পিছনে রয়েছেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। প্রায় দেড় ঘণ্টা ধরে থানা ঘেরাও চলে। এরপর পুলিশ অভিযোগ নিলে থানা ঘেরাও উঠে যায়। কিন্তু এই রেল অবরোধের জন্য অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় সাধারণ মানুষদের।