প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসছেন বিজেপির নেতা-নেত্রীরা। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিজেপির নেতা-কর্মীদের বিদ্রোহের খবর আসতে শুরু করেছে। অন্য দল থেকে প্রার্থী করা নিয়েই মূলত অসন্তোষ সর্বত্র। এসবের মধ্যেই দল ছাড়লেন রাজ্য বিজেপির সহ-সভাপতি রাজকমল পাঠক।
বৃহস্পতিবার বাংলার ২৮ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেখানে বেশীরভাগ নামই সদ্য দলে আসা তৃণমূলের ছাঁটাই নেতানেত্রীদের। এতেই বেজায় চটেছেন রাজকমল পাঠক। জানা গিয়েছে, বিজেপির তরফে প্রকাশিত প্রথম প্রার্থী তালিকাতে নিজের নাম না থাকাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন রাজকমল পাঠক। প্রথম দফার নির্বাচনের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। আর তার আগেই বিদ্রোহ দেখিয়ে রাজকমল পাঠক যেভাবে দল ছাড়লেন তা অবশ্যই ক্ষতি বলে মনে করছে রাজনৈতিকমহল। এই প্রসঙ্গে রাজকমল পাঠক বলেন, ‘যেভাবে প্রার্থী বাছাই হয়েছে তাতে প্রতিবাদ হওয়া দরকার। তাই পদত্যাগ করলাম’।
হুগলী লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার কথা ছিল রাজকমল পাঠকের। সেই মতো নাকি বিজেপি নেতৃত্বের সঙ্গে অনেকটা কথাও এগিয়েছিল। কিন্তু প্রথম তালিকাতে তাঁর নাম না থাকাতেই বিদ্রোহ করেন তিনি। ২৮ বছর ধরে রাজ্যে বিজেপির সংগঠনের যুক্ত তিনি। প্রতিবাদে দিলীপ ঘোষের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রাজকমল।
