পুলওয়ামা ঘটনার পরবর্তী পরিস্থিতিতে ভারতের তরফে পাকিস্তানের উপর যে চাপ বাড়ানো হয়েছিল তার প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান। কখনও ভারতের আকাশে ড্রোন পাঠাচ্ছে, আবার কখনও বা ভারত-পাক সীমান্তে গুলিবর্ষণ করছে। মোট কথা ভারতের উপর প্রতিশোধ নিতে ফুঁসছিল পাকিস্তান। ইসলামাবাদে ভারতের কূটনীতিকদের চূড়ান্তভাবে হেনস্থা করা হয়েছে, এমনই অভিযোগ তুলল ভারতীয় হাই কমিশন। মার্চ মাসের ৮ থেকে ১১ তারিখের মধ্যে বেশ কয়েকবার ভারতীয় হাই কমিশনের আধিকারিকদের হেনস্থার মুখে পড়তে হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে গত ১৩ মার্চ ভারতীয় হাই কমিশন পাকিস্তানের বিদেশ মন্ত্রকের কাছে অভিযোগ দায়ের করেছে।
ভারতীয় হাই কমিশন পাক বিদেশ মন্ত্রকের কাছে লিখিতভাবে অভিযোগ জানায়। সেখানে উল্লেখ করা হয়েছে, ভারতের ডেপুটি হাই কমিশনার, ন্যাভাল অ্যাডভাইজার এবং ফার্স্ট সেক্রেটারিকে নানাভাবে অপমান করা হয়েছে। বহুবার তাঁদের হেনস্থার মুখে পড়তে হয়েছে। পাকিস্তানের এই আচরণবিধির কড়া নিন্দা করে ভারতীয় হাই কমিশন অভিযোগ করেছে, ভিয়েনা চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান।
গত ৮ মার্চ ফার্স্ট সেক্রেটারির গাড়ির পিছু নেয় পাক গোয়েন্দারা। ওই দিনেই ভারতের ডেপুটি হাই কমিশনারের বাড়ির সামনে মোটরবাইকে ঘুরতে দেখা যায় পাক নিরাপত্তারক্ষীদের। গোপনে ভারতীয় কূটনীতিকদের পিছু নেওয়া হচ্ছে। ভারতীয় কূটনীতিকদের গতিবিধি নজরে রাখার জন্য তাঁদের পেছনে গোয়েন্দা লেলিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে। স্বভাবতই ভারতীয় হাই কমিশন এই ঘটনায় ক্ষুব্ধ।