তিনি কংগ্রেসের চিকিত্সক সেলের চেয়ারপার্সন। অথচ সিপিএমের প্রার্থী তালিকায় জ্বলজ্বল করছে তাঁর নাম। নির্বাচনী প্রার্থী ঘোষণায় এমনই আজব তালিকা দেখল রাজ্যবাসী।
বীরভূম থেকে বামেদের প্রার্থী করা হয়েছে কংগ্রেসের মেডিক্যাল সেলের চেয়ারম্যান রেজাউল করিমকে। ফলে রেজাউল করিম ঠিক কোন দলের তা নিয়েই প্রশ্ন উঠে গেছে। মুখ পুড়েছে কংগ্রেসেরও। শেষ পর্যন্ত কংগ্রেস থেকে বহিষ্কার করা হল রেজাউল করিমকে।
বহিষ্কারপত্রে লেখা হয়েছে,’আপনার সঙ্গে একটি অন্য রাজনৈতিক দলের আঁতাঁত রয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে আপনার নাম রয়েছে লোকসভা ভোটে অন্য রাজনৈতিক দলের প্রার্থী তালিকায়। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আপনাকে বহিষ্কার করা হল।’
সিপিএমের প্রার্থী তালিকায় অবশ্য রেজাউল করিমের পাশের দলের নাম ছিল না। কংগ্রেসের তরফেই তাঁকে সিপিএম প্রার্থী করেছে বলে জল্পনা। বরখাস্তের চিঠি পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় রেজাইল করিম লিখেছেন, ‘চিঠিটি অপমানজনক। প্রদেশ কংগ্রেসের সদস্য ছিলাম না। বাম নেতাদের সঙ্গে আলোচনার পর প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেটা জানত প্রদেশ কংগ্রেস।’
সব মিলিয়ে আজব জোটের এক আজব নাটকের সাক্ষী থাকলেন রাজ্যবাসী।