কথা রাখেননি অর্জুন সিং। যার হাত ধরে তাঁর পরিচিতি, প্রতিপত্তি, যে দলের মাধ্যমেই তাঁকে চিনেছে মানুষ, সেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল ছেড়ে যোগদান করেছেন বিজেপিতে। যে দল সম্পর্কে কিছুদিন আগেও কটাক্ষ করতেন তিনি সেই দলেই গিয়ে ভিড়েছেন তিনি। কিন্তু মমতার আদর্শে যারা অনুপ্রাণিত হন সত্যিই তাঁরা সবসময়েই সঙ্গে থাকবেন, থাকতে চাইবেন। তাই দাদা বিজেপিতে গেলেও, ভাই সঞ্জয় সিং যোগ দিলেন তৃণমূলে।
আজ বিকেল চারটে নাগাদ কলকাতা তৃণমূল ভবনে অর্জুন সিংয়ের ভাই সঞ্জয় সিং তৃণমূলে যোগ দিলেন। লক্ষ্মীরতন শুক্লার উদ্যোগে সঞ্জয়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন ভাটপাড়ার বেশ কয়েকজন বিজেপি নেতাও। সম্পর্কে অর্জুন সিংয়ের ভাই হন তিনি। কিন্তু দীর্ঘদিন ধরেই দুই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো নেই। কথা বলা তো দূরস্ত, মুখ দেখাও যে বন্ধ, তা জানেন ভাটপাড়ার বাসিন্দারাও। রাজনৈতিক মতাদর্শও আলাদা তাঁদের। এখন যখন ঘাস ফুল শিবির ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখালেন অর্জুন, তখন মমতা অনুগামী সঞ্জয়।