বৃহস্পতিবার ঝাড়গ্রামের জঙ্গলমহলের জামবনির টুলিবড় স্কুল মাঠে ছিল দলের জেলা ছাত্র–যুব সম্মেলন। এই সম্মেলনের মঞ্চ থেকেই কর্মীদের এই বার্তা দেওয়ার পাশাপাশি দলীয় প্রার্থী বীরবাহা সোরেনকে নিয়ে নির্বাচনী প্রচারের কাজ শুরু করে দিলেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। সারা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা কিছু করেছেন সেই সব কিছু মানুষের কাছে বলার জন্যে নির্দেশ দিলেন পার্থ।
জঙ্গল মহলের অস্থিরতার দিনগুলোর কথা তুলে ধরে সিপিএমের নাম না করে তিনি সমালোচনার সুরে বলেন, ‘যখন প্রতিদিন বোমা, গুলি, অপহরণ, গায়েব নিত্য দিনের ব্যাপার ছিল, তখন গুটিকয়েক মানুষ একত্রিত হয়ে এর বিরুদ্ধে লড়াই করেছেন। জঙ্গল মহলের সেই লড়াই আমাদের মনেও আগুন ধরিয়ে দিয়েছিল। সিপিএম আসলে গিরগিটির দল। ধরা যায় না। কখন কোথায় যাবে, কেউ জানে না। সামনের দিকে লড়াই করে না। পেছন থেকে লড়াই করে। বিজেপি দু–চারটে লোক পেল কোথা থেকে, যদি সিপিএম থেকে কেউ মদত না দিত?”
ওই মঞ্চ থেকে পার্থ আরও বলেন, ‘কর্মীদের কাছে আমার আবেদন, আমরা যেন প্রচারের ওপর নজর দিই। মানুষের জন্য মমতা ব্যানার্জি শুধু জঙ্গলমহল নয়, সারা বাংলা জুড়ে যে কাজ করেছেন, সে কথা মানুষের কাছে বলতে হবে। শুধু ৩৪ বছরে বামপন্থীরা কিছু করেনি, আর বিজেপি এই করেছে, বললে হবে না। আমরা কী করছি, আমরা কী করতে চাই, সেটাও বলতে হবে।’ জঙ্গলমহলের মসৃণ পিচঢালা রাস্তা আর ২ টাকা কেজি দরে চাল পাওয়ার প্রসঙ্গ তুলে মন্ত্রী আরও বলেন, ‘উন্নয়ন তো চোখে পড়ে। এ রকম রাস্তা আর ২ টাকা কেজি দরে চাল তো সকলেই পাচ্ছেন। আমরা বলতে পারছি না। আগে কোনও দিন জঙ্গলমহলের জন্য আলাদা তহবিল তৈরি করে হাজার হাজার কোটি টাকা খরচ হয়েছে?’
এদিন তৃণমূল মহাসচিব বলেন, ‘এই গরমকে উপেক্ষা করেই আমাদের কর্মীদের লড়াই করতে হবে। জায়গা এক ইঞ্চিও ছাড়া যাবে না’। তীব্র গরম উপেক্ষা করে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জলসেচ দপ্তরের মন্ত্রী সৌমেন মহাপাত্র, ঝাড়গ্রামের সাংসদ উমা সরেন, জেলার চার বিধায়ক, লোকসভা আসনের প্রার্থী বীরবাহা সোরেন প্রমুখ।