আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপরূপা পোদ্দার কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠের মহারাজের আশীর্বাদ নিয়ে মঠে পুজো দিয়ে তাঁর নির্বাচনী প্রচার শুরু করে দিলেন। গতকাল তিনি কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠে যান। তাঁর সঙ্গে ছিলেন গোঘাটের তৃণমূল বিধায়ক মানস মজুমদার, গোঘাট ১ নং ব্লক তৃণমূল সভাপতি নারায়ণ পাঁজা, আরামবাগের পুরপ্রধান স্বপন নন্দী এবং বিভিন্ন ব্লকের তৃণমূল নেতারা।
বৃহস্পতিবার পুজো দিয়ে তৃণমূল প্রার্থী জানান, “আশার্বাদ নিতে বরাবরই কামারপুকুর শ্রীরামকৃষ্ণ মঠে আসি। এবারও কামারপুকুরের এই পবিত্র মাটিতে আশীর্বাদ নিয়ে গেলাম। ভারতবর্ষের বুকে যে দানব শক্তি মাথাচাড়া দিয়েছে সেটার যাতে নিষ্পত্তি হয়, ভারতবর্ষের বুকে যাতে নিরপেক্ষ সরকার স্থাপিত হয়, সকলের যাতে মঙ্গল হয়, বাংলার কোটি কোটি মানুষের মঙ্গল হোক ঠাকুরের কাছে এই প্রার্থনা করেছি। ২০১১ সাল থেকে পশ্চিমবঙ্গে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে ও অনুপ্রেরণায় রাজ্য জুড়ে এখন উন্নয়ন চলছে। সমাজের সার্বিক উন্নয়নে আমাদের সরকার সকল সম্প্রদায়ের মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে”।
২০১৪ সালে আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে অপরূপা পোদ্দার বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। তিনি পেয়েছিলেন ৭ লক্ষ ৪৮ হাজার ৭৬৪টি ভোট। তাঁর নিকটতম সিপিএম প্রার্থী শক্তিমোহন মালিক পেয়েছিলেন ৪ লক্ষ ১ হাজার ১১৯। জয়ের ব্যবধান ছিল ৩ লক্ষ ৪৬ হাজার ৮৪৫। তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী মধুসূদন বাগ পেয়েছিলেন ১ লক্ষ ৫৮ হাজার ৪৮০টি ভোট। এবার জয়ে ভোটের ব্যবধান বাড়বে বলে দাবি করেন অপরূপা। গতকাল অপরূপা প্রথমে মঠের অধ্যক্ষ স্বামী লোকোত্তরানন্দজী মহারাজের সঙ্গে দেখা করেন যাতে বিপুল ভোটে জয়ী হতে পারেন সেজন্য মহারাজের আশীর্বাদও নেন। এরপর ফল ও মিষ্টি দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের পুজো দেন। পরে শ্রীরামকৃষ্ণের জন্মভিটে ও মঠের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।