লোকসভা ভোটের মুখে মোদী সরকারের অস্বস্তি বাড়িয়ে বাড়ল মুদ্রাস্ফীতির হার। গত বছরের ফেব্রুয়ারিতে মুদ্রাস্ফীতির হার ছিল ২.৭৬ শতাংশ। সেই তুলনায় চলতি বছর মুদ্রাস্ফীতির হার বাড়ল ২.৯৩ শতাংশ।
কেন বাড়ল মুদ্রাস্ফীতির হার? অর্থনীতিবিদরা মনে করছেন দ্রব্যমূল্য বৃদ্ধিই এর অন্যতম কারণ। পাইকারি বাজারের হিসেবে খাদ্য দ্রব্য থেকে শুরু করে জ্বালানি সবকিছুরই দাম বেড়েছে। ফলে বেড়েছে মুদ্রাস্ফীতির হারও। পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় এ বছরের ফেব্রুয়ারিতে শিক্ষা ও স্বাস্থ্যে ৮ শতাংশের বেশী মূল্যবৃদ্ধির ঘটনা ঘটেছে।
গত জানুয়ারিতে যদিও ব্যতিক্রম ঘটেছিল। মূদ্রাস্ফীতি কমেছিল ২.৭৬ শতাংশ। যা গত দশমাসে সবচেয়ে কম ছিল বলে দাবি করেছিলেন অর্থনীতিবিদরা। ২০১৯ সালের জানুয়ারিতে খাদ্য দ্রব্যের দাম ১.৮৪ শতাংশ বেড়েছিল । ২০১৯ সালের ফেব্রুয়ারিতে সেই দ্রব্যমূল্যই ৩.২৯ শতাংশ বেড়ে গিয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করে এই তথ্য দেওয়া হয়েছে। গত একমাসে হঠাৎ করে দ্রব্য মূল্য বৃদ্ধির মূল কারণ ভোট বলেই মনে করছেন অর্থনীতিবিদরা।
