গোটা দেশের পাশাপাশি বাংলাতেও আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। রবিবারই নির্বাচন কমিশনের তরফে নির্বাচনী নির্ঘন্ট প্রকাশ করা হয়েছে। আর ভোট ঘোষণার পরমুহূর্তেই প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। গোটা বাংলা জুড়ে বিভিন্ন আসনে তৃণমূলের কর্মীরা দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন। শুধু প্রার্থীর নাম বাদ রেখে তাঁরা দেওয়ালে দেওয়ালে লিখেছেন, লোকসভা নির্বাচনে জোড়াফুলের প্রতীকে তৃণমূলকে ভোট দিন। একমাত্র ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম দেওয়ালে লেখা হয়েছে।
সোমবার সন্ধ্যায় রাসবিহারীতে বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নিজে হাতে দেওয়ালে লিখেছেন। নেতা ও কর্মীরা গ্রুপ মিটিং করছেন। আজ মধ্যমগ্রামে দলীয় অফিসে উত্তর ২৪ পরগনা জেলার কোর কমিটির বৈঠক ডেকেছেন জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। যেখানে উপস্থিত থাকবেন নির্মল ঘোষ, তাপস রায়, রথীন ঘোষ, পার্থ ভৌমিক, ব্রাত্য বসু প্রমুখ। বৈঠক সেরেই জ্যোতিপ্রিয় চলে যাবেন কালীঘাটে দলের নির্বাচনী বৈঠকে।
বিধানসভায় বসে মুখ্য সচেতক নির্মল ঘোষ বলেন, ‘আজ প্রার্থী তালিকা আজ ঘোষণার পরেই প্রকাশ্যে তৃণমূল জনসভা, মিছিল, রোড শো, বাড়ি বাড়ি ঘোরা শুরু করে দেবে। দেওয়াল লিখনে শুধুমাত্র প্রার্থীর নামের জায়গা বাদ রেখে অন্য সব লেখা হয়েছে। ঘোষণার পরেই প্রার্থীদের নাম লিখে দেওয়া হবে।’ তিনি জানান, বুথের কর্মীদের বলা হয়েছে, ‘ব্যক্তিগত কাজ বন্ধ রেখে ভোটের কাজে ঝাঁপিয়ে পড়ুন। নিজের প্রার্থীকে জিতিয়ে আনুন। ঐক্যবদ্ধ হয়ে লড়াই শুরু করুন। লক্ষ্য একটাই, ৪২-এ ৪২ আসনে জয়ী হওয়া।’
উল্লেখ্য, আজ কালীঘাটে দলের বৈঠকে সাড়ে ৩ টেয় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রার্থী তালিকা ঘোষণা করবেন। সেইসঙ্গে দলের ভোট প্রচারের রূপরেখাও তৈরি করে দেবেন তিনি। অর্থাৎ, এখন অপেক্ষা শুধু দলনেত্রীর তরফে প্রার্থী তালিকা ঘোষণার। তারপরেই সর্বশক্তি দিয়ে ময়দানে নেমে পড়বে তৃণমূল।