সোমবার কেতুগ্রাম-১ এবং কেতুগ্রাম-২ ব্লকে কর্মীদের নিয়ে রাজনৈতিক সম্মেলন করেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। সেখানেই তিনি জানালেন আসন্ন লোকসভা ভোটে ভোটারদের জল-নকুলদানা দেওয়ার কথা।
সভামঞ্চ থেকে অনুব্রত জানালেন, “এবারের ভোটের সময় খুব গরম থাকবে, তাই দলের কর্মীদের বলছি লাইনে যে সমস্ত ভোটার দাঁড়িয়ে থাকবেন তাঁদের জন্যে নকুলদানা আর জল দিতে”। ভোটের ফল ভালো হলে পুরস্কারের ঘোষণাও করেন তিনি।
পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত হলেও আউশগ্রাম এবং কেতুগ্রাম বিধানসভা এলাকা পড়ে বোলপুর লোকসভা কেন্দ্রের মধ্যে। গতকাল প্রথম সম্মেলনটি হয় কেতুগ্রামের কাঁদরা কৃষিবাজারে। তারপর বিকেলে কেতুগ্রাম-২ ব্লকের সম্মেলন হয় গঙ্গাটিকুরির মুরুম্বির মাঠে।
২০১৬ সালে বিধানসভা নির্বাচনে কেতুগ্রাম বিধানসভা এলাকা থেকে ১০ হাজারেরও বেশি ভোটে তৃণমূল প্রার্থী জিতলেও কেতুগ্রাম-২ ব্লকে দলীয় প্রার্থী প্রায় ১৫০০ ভোটে পিছিয়ে ছিলেন। সেকথাও স্মরণ করিয়ে দিয়েছেন অনুব্রত এবং নির্দেশ দিয়েছেন কর্মীদের প্রতি অঞ্চল থেকে বিপুল ভোটে প্রার্থীকে জেতাতে।