এবার রাজনৈতিক আঙিনায় পা রাখলেন নিহত তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী রূপালি বিশ্বাস। মঙ্গলবার রানাঘাট কেন্দ্র থেকে প্রার্থী পদে রূপালির নাম ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রূপালির নাম ঘোষণা করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কিছুদিন আগে নদিয়ায় আমাদের বিধায়ক সত্যজিৎকে খুন করা হয়েছে। ওর বউয়ের বয়স এখন ২৫ বছর। জাস্ট ২৫ বছর। প্রার্থী করা হয়েছে তাঁকে। একটা কোলের বাচ্চাকে নিয়ে কোথায় যাবে ও?’ একই সঙ্গে মমতা মনে করিয়ে দেন, ‘ওরা মতুয়া সম্প্রদায়ের লোক’।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেইদলীয় কর্মী সমর্থকদের ঢল নেমেছে রূপালির বাড়িতে। সাদামাটা ঘরণী থেকে রাতারাতি প্রচারের আলোয় এসে রূপালি কিছুটা যেন হতচকিত। বললেন, ‘কবে থেকে কাজ শুরু করব জানি না। দল যা নির্দেশ দেবে সেইমতো চলব’। তবে স্বামীর মৃত্যুর প্রসঙ্গ উঠতেই চোয়াল শক্ত হয়ে গেল রূপালির। বললেন, ‘ভোটে জিতলে অপরাধীরা যাতে কোনও ভাবেই ছাড়া না পায় সেই ব্যবস্থা করাই হবে প্রথম কাজ’।
প্রসঙ্গত, সরস্বতী পুজোর অনুষ্ঠান থেকে বেরনোর সময় দুষ্কৃতীদের গুলিতে নিহত হন তৃণমূল সাংসদ সত্যজিৎ বিশ্বাস। অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের গুলিতেই নিহত হন তিনি। সত্যজিৎ ছিলেন কনিষ্ঠতম বিধায়কদের একজন। সদ্যও বিয়েও হয়েছিল তাঁর।এবার সেই নিহত বিধায়কের পরিবারের পাশে দাঁড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।