এবার শুরু সুপার কাপের লড়াই। গতবার সুপার কাপে রানার্স হয়েছিল ইস্ট বেঙ্গল। আগামী ১৬ মার্চ তিন নম্বর এই বাছাই পর্বের ম্যাচে দিল্লি ডায়নামোজ এফসি’র বিরুদ্ধে খেলবে আই লিগের ন’নম্বর টিম। আই লিগের নবম স্থানে শেষ করবে গোকুলাম বা মিনার্ভার মধ্যে যে কোনও একটি টিম। কারণ এখনও আই লিগে রিয়াল কাশ্মীর ও মিনার্ভার মধ্যে ম্যাচ বাকি রয়েছে। তারপরেই চূড়ান্ত হবে আই লিগের নবম ও দশম স্থান কারা পাবে। ১ এপ্রিল এটিকে’র প্রথম ম্যাচ রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে।
হিরো সুপার কাপের প্রথম ম্যাচেই মোহন বাগানের সামনে কঠিন লড়াই। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি। খেলাটি ৩১ মার্চ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিকেল পাঁচটা থেকে। এটি চতুর্থ প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ৩০ মার্চ কোয়েস ইস্ট বেঙ্গলের প্রথম ম্যাচ তিন নম্বর বাছাই পর্বের ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে। ইস্ট বেঙ্গলের ম্যাচ রাত সাড়ে আটটা থেকে।
আই লিগ ও আইএসএলের প্রথম ছ’টি দল সরাসরি সুপার কাপে খেলবে। বাছাই পর্বে আই লিগ ও আইএসএলের শেষ চারটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে। সেখান থেকে সেরা চারটি দল মূলপর্বে উঠে আসবে। রবিবার সুপার কাপের সূচি প্রকাশ করল এআইএফএফ। ভূবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সব কটি খেলা হবে। বাছাই পর্বের ম্যাচ ১৫ ও ১৬ মার্চ। প্রি-কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হবে ২৯ মার্চ। শেষ ৩ এপ্রিল। তারপর চারটি কোয়ার্টার ফাইনাল ৪ থেকে ৭ এপ্রিল। সেমি-ফাইনাল ৯ ও ১০ এপ্রিল। ফাইনাল ১৩ এপ্রিল।