লোকসভা নির্বাচনের প্রচারে সেনার ছবি ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।কিন্তু সে নির্দেশ উপেক্ষা করেই ভোট প্রচারে হাতিয়ার করা হচ্ছে সেনাকেই। বিজেপির বিরুদ্ধে এবার এমনই অভিযোগ তুলল শিবসেনা।
সামনায় বলা হয়েছে, পুলওয়ামায় হামলার পরে পাল্টা হামলায় অনেক রাজনৈতিক নেতা তার কৃতিত্ব নিয়েছেন। এটা ঠিক নয়। বিজেপির অনেক নেতারা হামলার পরে সেনা উর্দি পরে বিজেপিকে ভোট দিতে বলেছেন। এই ধরনের ঘটনায় বিরোধীদের যে অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে এয়ার স্ট্রাইক করা হয়েছে, সেই সন্দেহ বেড়ে যায়। একই সঙ্গে বিরোধীদের পাশে দাঁড়িয়ে সামনায় লেখা হয়েছে, রাজনৈতিক বিরোধীদের দেশ বিরোধী বলা উচিত নয়। এটা বাক স্বাধীনতার বিষয়। এই বিষয়ে বিজেপিকে বিঁধে উদ্ধব ঠাকরে বলেন, ‘যারা দেশের বীর সন্তানদের এবং শহিদদের ভোট প্রচারে ব্যবহার করছে তারা আসলে অপরাধী৷ সেনাদের আত্মবলিদানকে এভাবে রাজনৈতিক রং লাগানোর পিছনে দায়ি ওরাই’৷
প্রসঙ্গত, বালাকোটে এয়ার স্ট্রাইক এবং পাকিস্তানের অভিনন্দনকে মুক্তি দেওয়ার ঘটনাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃতিত্ব বলে প্রচার করতে শুরু করে বিজেপির একাংশ৷ মোদী, বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে উইং কমান্ডার অভিনন্দনের ছবি এক ফ্রেমে বাঁধিয়ে প্রচার শুরু করে বিজেপি৷ শিবসেনার অভিযোগ, নির্বাচন কমিশনের নির্দেশিকা সত্ত্বেও রাজনৈতিক ফায়দা তুলতে সেনাকে ব্যবহার করছে বিজেপি৷ শুধু তাই নয়, নানা জনসভায় ভারতীয় সেনার পোশাক পরেই হাজির হচ্ছেন বিজেপি সাংসদরা৷ এভাবে সেনাকে ভোটের হাতিয়ার হিসেবে তুলে ধরার নিন্দা করেছেন উদ্ধব ঠাকরে৷
