পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনার হামলা নিয়ে জোর প্রচার চালাচ্ছে বিজেপি। এজন্য নির্বাচন কমিশনের ধমকও খেতে হয়েছে তাদের। কিন্তু এতকিছুর পরেও সরকার গড়ার জন্য ২৭২ আসনের ম্যজিক ফিগারে পৌঁছতে পারবে না বিজেপির জোট এনডিএ। এমনটাই উঠে এল এবিপি নিউজ ও সি ভোটারের সমীক্ষায়। অন্যদিকে বাংলার দখল নেবে তৃণমূলই। ৪২ টি আসনের মধ্যে তৃনমূল পাবে ৩৪ টি আসন। অর্থাৎ লোকসভা ভোটে বাংলায় তৃণমূলেরই জয়ের ধারা অব্যাহত থাকবে।
এই মুহূর্তে ভোট হলে সম্ভাব্য ফল কী হতে পারে, সেই নিয়েই সমীক্ষা চালিয়েছিল এই দুটি সংস্থা। ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত ৫১ হাজার মানুষের ওপর সমীক্ষাটি চালানো হয়েছিল। সেখানেই জানা যাচ্ছে, দেশে ২২০টি আসন পেতে পারে বিজেপি। তাদের জোট এনডিএ পেতে পারে ২৬৪টি আসন। তবে সবার চেয়ে বেশি ৪১ শতাংশ ভোট পেতে পারে এনডিএ। পাশাপাশি কংগ্রেসের ইউপিএ জোট ৩১ শতাংশ ভোট পেলেও ১৪১টির কাছাকাছি আসন পেতে পারে। ফলে সরকার গড়ার চাবি থাকছে ইউপিএ ও এনডিএ-র বাইরের আঞ্চলিক দলগুলির হাতেই। সমীক্ষা অনুযায়ী ২৮ শতাংশ ভোট পেতে পারে এই আঞ্চলিক দলগুলি।
এই সমীক্ষা থেকে আরও জানা যাচ্ছে, বাংলায় ৪২টি আসনের মধ্যে তৃণমূল ৪১ শতাংশ ভোট ও ৩৪টি আসন পেতে পারে। বিজেপি ৩৫ শতাংশ ভোট পেলেও ৮টির বেশি আসন পাচ্ছে না। কংগ্রেস ও বাম যাথাক্রমে ৮ ও ১৫ শতাংশ ভোট পেলেও কোনও আসন হয়তো পাবে না।
এর আগেও কয়েকটি সমীক্ষায় এমন প্রবণতাই ধরা পড়েছিল। পাঁচ রাজ্যের বিধানসভা ভোটেও ধরা পড়েছিল বিজেপির পরাজয়ের ইঙ্গিত। ফল প্রকাশের পর তা মিলেও যায়। লোকসভা ভোটের আগেও এই সমীক্ষা বিজেপির জোট এনডিএ-র পরাজয়ের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার ভোটের ফলাফল কি হয়!
