রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেই লজ্জাজনক হারে আর্জেন্টিনার ছিটকে যাওয়ার পর থেকে আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামেননি মেসি। ধরেই নেওয়া হয়েছিল এবার হয়ত মাঠকে বিদায় জানাতে চলেছেন মেসি। তবে এবার মেসি-ভক্তদের জন্যে সুখবর। প্রায় ৯ মাস পর আর্জেন্টিনার ফুটবল দলে ফিরলেন লিওনেল মেসি। কোপা দেল রে আর্জেন্টিনার প্রথম একাদশে রয়েছেন এল এম টেন।
সূত্রের খবর সুত্রের খবর ভেনেজুয়েলা ম্যাচে অর্থাত্ ২২ মার্চ আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে দেখা যেতে পারে বার্সেলোনার তারকাকে। কোপার আগে প্রায় বেশ কয়েকটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, যেমন মরক্কোর বা অন্যান্য দলের সাথে, সেখানে মেসিকে পাওয়া যাবেনা প্রথম একাদশে মেসি থাকলেও প্রচুর নতুন প্লেয়ার নিয়ে দল গড়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। মেসি ছাড়া দলে অভিজ্ঞ প্লেয়ার বলতে ডি মারিয়া, ওটামেন্ডি। তবে দলে নেই হিগুয়েন এর মতো একাধিক ফরওয়ার্ড প্লেয়াররা। ফলে নতুন ফরওয়ার্ড লাইনের সাথে মেসি নিজেকে মানিয়ে নেওয়াটা একটা বড় ব্যাপার।
চলতি মাসে ভেনেজুয়েলা ও মরক্কোর বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্য বৃহস্পতিবার আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ৩১ সদস্যের দল ঘোষণা করেছেন। আগামি ২২ মার্চ অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠ ওয়ান্ডা মেট্রোপলিটানোতে ভেনেজুয়েলার বিপক্ষে এবং ২৬ মার্চ তাঞ্জিয়ারে মরক্কোর সঙ্গে খেলবে আর্জেন্টিনা। তবে মেসি শুধু ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটায় খেলতে পারেন। মেসিকে নিয়ে আর্জেন্টিনার কোচ স্কালোনি বলেছেন, মেসিকে দলে ডাকা হয়েছে। সে একটি নাকি দুটি ম্যাচ খেলবে, এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।