‘চাকরি চাই’ বলে কয়েকদিন ধরে প্রেস ক্লাবের সামনে মেয়ো রোডে অনশন করছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের আশ্বস্ত করে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানালেন, “যাঁদের যোগ্যতা আছে তাঁদের ভয় পাওয়ার দরকার নেই। তাঁরা যদি ইন্টারভিউতে সফল হন তাহলে তাঁরা অবশ্যই চাকরি পাবেন”।
শনিবার তাঁদের সঙ্গে দেখা করতে গেছিলেন পার্থ এবং বলেছিলেন গতকাল তাঁদের বিকাশ ভবনে আসতে। সেই মত ৫ সদস্যের এ প্রতিনিধি দল বিকাশ ভবনে। ডিএসও এবং ডিওয়াইও-র পক্ষ থেকেও তাঁদের সঙ্গে দেখা করা হয়।
নবম দশম একাদশ এবং দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্যে তৃতীয় কাউন্সেলিং হবে বলে জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান সৌমিত্রা সরকার। দু-একদিনের মধ্যেই জারি হবে বিজ্ঞপ্তি।