কর্মসংস্থান, দুর্ণীতি, জিএসটি-র মতো বিষয়গুলি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের জ্বলন্ত সমস্যা। এই সমস্যাগুলির প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মানুষ বিচার করবে বলে জানালেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ও প্রধান সর্বভারতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। আজ বুধবার দুপুরে এই প্রসঙ্গে একটি টুইটও করেছেন ডেরেক।
ওই টুইটে ডেরেক লেখেন, ‘প্রিয় ৫৬ ইঞ্চির মিত্র, ভারতের সাধারণ মানুষ আপনাকে বিচার করবে, যেভাবে আপনি কর্মসংস্থান, নোটবন্দী, জিএসটি, অর্থনীতির মতো সমস্যাগুলি নিয়ে কাজ করেছেন। এমনকী দূর্ণীতিও’।
বালাকোটের বিমান হানায় কতজন জঙ্গী নিহত হয়েছে, বা আদৌ হয়েছে কিনা, সে বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। অথচ ভারত-পাক সংঘাতের আবহে দেশপ্রেমের নাম করে বিজেপি তথা প্রধানমন্ত্রী মোদী স্বয়ং হিন্দুত্ববাদী প্রচারে নেমে পড়েছেন বলেই রাজনৈতিক মহলের ধারণা। এদিন ডেরেকও সেই অভিযোগ করে বলেন, ‘সেনাবাহিনীকে নির্লজ্জের মতো দলীয় স্বার্থে ব্যবহার করা হচ্ছে। সেনার উর্দিতে দলের প্রতীক লাগাতে চাইছে বিজেপি’। তাঁর মতে, ‘ভোটে পরাজয় নিশ্চিত জেনেই এইসব করতে চাইছে মোদী সরকার’। কিন্তু মোদী যা চাইছেন, তেমনটা ঘটবে না। এই প্রসঙ্গেই ডেরেক ও’ব্রায়েন জানান, দৈনন্দিন জীবনের জ্বলন্ত সমস্যাগুলি দিয়েই মোদীকে বিচার করবেন সাধারণ মানুষ।
