মোদী জামানায় ফের আরও একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা লোকসানের মুখ দেখতে চলেছে। ক্রমাগত সরকারি অংশীদারিত্বের বিলগ্নিকরণ, উৎপাদনে হ্রাস, সরকারকে উচ্চ হারে লভ্যাংশ প্রদানের কারণে বৃহত্তম রাষ্ট্রায়ত্ত কয়লা উৎপাদক সংস্থা কোল ইন্ডিয়ার মার্কেট ক্যাপিটালে জোর ধাক্কা লেগেছে। ক্ষতি হয়েছে ৮৫ হাজার কোটি টাকা।
জানা গিয়েছে, পুনর্নবীকরণযোগ্য শক্তি যেমন সৌর, বায়ু শক্তি এবং জীবাশ্ম জ্বালানি চাহিদাতে সম্ভাব্য পতনের ফলেও বিনিয়োগকারীদের কোল ইন্ডিয়ার প্রতি বিমুখ হওয়ার অন্যতম কারণ। আবার ২০১৭-১৮ সালে অস্থায়ী চেয়ারপার্সন নিয়োগের বিষয়টিও সংস্থাকে নিচের দিকে নামিয়েছে। নরেন্দ্র মোদী সরকারের মেয়াদ চলাকালীন কোল ইন্ডিয়ার মার্কেট ক্যাপিটালের পতনের শুরু ২০১৫ সাল থেকে। স্টক এক্সচেঞ্জের তথ্যে তা উল্লেখ রয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ২০১৫ সালের ১ মার্চ কোল ইন্ডিয়ার মার্কেট ক্যাপিটাল ২.২৯ লক্ষ কোটি টাকায় উন্নীত হয়েছিল। তারপর থেকেই ওই বাজারগত পুঁজি ক্রমশ হ্রাস পেয়েছে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের ১ মার্চ নাগাদ যা ১.৪৪ লক্ষ কোটি টাকা দাঁড়িয়েছে।
এদিকে মহারত্ন সংস্থা কোল ইন্ডিয়ার শেয়ারের মূল্যেও বড় পতন হয়েছে। গত ২০১৫ সালের ১ মার্চ কোল ইন্ডিয়ার প্রতি স্টকের দাম ছিল ২৬২.৪০ টাকা, ২০১৯ সালের ১ মার্চ যা ঠেকেছে ২৩২.৪৫ টাকায়। অর্থাৎ স্টকে প্রায় ৩৬ শতাংশের পতন হয়েছে এই চার বছরে। যা টাকার অঙ্কে ৮৫ হাজার কোটি টাকার পতন হয়েছে।
