গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর তার জবাব এয়ারস্ট্রাইকে দেয় ভারতীয় বায়ুসেনা৷ ভারতের প্রত্যাঘাতে চাপে পড়ে তার জবাব দিতে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাক বিমান ঢুকে পড়ে৷ তারপর থেকেই উত্তপ্ত সীমান্ত। এই আবহেই জানা গেল ২০০৮ সালে মুম্বই হামলার মতো ফের কি জলপথে হামলা চালাতে পারে জঙ্গিরা! মঙ্গলবার নৌসেনা প্রধানের এক মন্তব্যের পর তেমনই আশঙ্কা তৈরি হয়েছে।
নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লনবা মঙ্গলবার হাজির হয়েছিলেন নয়াদিল্লিতে ইন্দো-প্যাসিফিক রিজিওনাল ডায়লগে। সেখানেই তিনি জানান, সমুদ্রপথে হামলা চালাতে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে জঙ্গিদের। তাঁর এই মন্তব্যের পরই জলপথে জঙ্গিহানার আশঙ্কা তৈরি হয়েছে। কারণ, এর আগে ২০০৮ সালে মুম্বই হামলার সময় আজমল আমির কাসভ-সহ অন্য জঙ্গিরা আরবসাগর দিয়েই মুম্বই উপকূলে হামলা করেছিল।
নৌসেনা প্রধান স্পষ্টভাবে জানান, সন্ত্রাসবাদ এখন বিশ্বের শান্তি ও স্থায়িত্বের ক্ষেত্রে বড়সড় বিপদের কারণ। সারা বিশ্ব এর বিরুদ্ধে লড়াই করছে। তাঁর কথায়, সন্ত্রাসবাদের সবদিক দেখে ফেলেছে ইন্দো-প্যাসিফিক অঞ্চল। কিছু দেশ এর ভুক্তোভুগী।