‘মালগুড়ি ডেজ’ মানেই ছোটবেলার একঝাঁক নস্ট্যালজিয়া। আর.কে. নারায়ণের লেখা এই ছোট গল্পগুলোকে নিয়ে এককালের জনপ্রিয় টেলিভিশন শো ‘মালগুড়ি ডেজ’ দেখেননি এমন কোনো লোক হয়তো নেই। তবে হ্যাঁ, ছোটো গল্পগুলি পড়েননি, এমনটা হতেই পারে। কিন্তু ‘মালগুড়ি ডেজ’ অতি জনপ্রিয় একটি টেলিভিশন শো ছিল। সেই কাল্পনিক গল্পগুলির অন্যতম মুখ্য চরিত্র ছিল একটি রেলস্টেশন, যার নাম ছিল ‘মালগুড়ি’। সেই কাল্পনিক জগত থেকে মালগুড়ি স্টেশনই এবার বাস্তব আসতে চলেছে।
দক্ষিণ-পশ্চিম রেল সিদ্ধান্ত নিয়েছেন তামিলনাড়ুর শিমোগা জেলার আরাসালু রেলওয়ে স্টেশনটির নাম বদলে মালগুড়ি রাখা হবে। কারণ এই আরাসালু রেলওয়ে স্টেশনেই ‘মালগুড়ি ডেজ’-এর শুটিং হয়েছিল। পরিচালক শঙ্কর নাগ অনেক সময় ধরে ওই শুটিং করেছিলেন এই পুরনো আরাসালু স্টেশনে। সেই স্মৃতি স্থানীয় মানুষের মনে আজও অমলিন।
ছিমছাম একটি গ্রামীণ রেলওয়ে স্টেশন। ব্রিটিশ ভারতের সময়কার আদলের। এভাবেই দেখানো হয়েছিল আরাসালু স্টেশনকে। কিন্তু তেমন গল্পকথার মতো স্টেশন এখন অতীতের পাতায়। বদলে গেছে এই স্টেশনের সরলতা, ছাপোষা চেহারা। তাই নাম বদলের সঙ্গে সঙ্গে নতুন করে এটি কে সাজিয়ে তোলা হবে বলেও জানিয়েছে রেল দফতর। তৈরি হবে একটি রেল মিউজিয়াম। রেল দফতরের তরফে এই কাজের জন্য ১ কোটি ৩ লক্ষ টাকা ধার্য করা হয়েছে।
শিমোগার সাংসদ বি ওয়াই রাঘবেন্দ্র জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই এই রেলস্টেশনটির নাম পরিবর্তনের দাবি উঠছিল। সেই দাবি মেনেই ‘মালগুড়ি ডেজ’-এর নামানুসারে এই স্টেশনের নাম রাখা হচ্ছে। রেল দফতরের সঙ্গে এবিষয়ে প্রয়োজনীয় আলোচনা করা হয়ে গিয়েছে।