কোনও নির্দিষ্ট অ্যাজেন্ডা নেই। পুলিশের অনুমতি নেই। প্রশাসনের পরোয়া নেই। বাইকচালক ও আরোহীদের হেলমেট নেই। আর সর্বোপরি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ছিটেফোঁটা সৌজন্যতাবোধও নেই। নিজেদের বিচারবুদ্ধিকে ঠান্ডা ঘরে পাঠিয়ে অবিবেচকের মতোই গোটা রাজ্যজুড়েই বাইক মিছিল করছে বিজেপি। মুখে বলছে, এ নাকি তাদের সংকল্প যাত্রা! কিন্তু অনুমতি ছাড়া ও পরীক্ষার্থীদের সমস্যায় ফেলে কোনও ভাবেই যে এই বাইক মিছিল করা যাবে না, তা স্পষ্ট বুঝিয়ে দিল প্রশাসন। বিভিন্ন জায়গাতেই বিজেপির ওই বাইক মিছিল আটকে দেয় পুলিশ।
গোটা রাজ্যের মতো কলকাতার জোড়াবাগান, বাগবাজার ও সল্টলেকের বিভিন্ন জায়গায় হেলমেট ছাড়াই বাইক মিছিল বের করেছিল বিজেপি। অনুমতি ছাড়াই এভাবে মিছিল করা যায় না। ফলত আইন মোতাবেকই পুলিশের তরফে তাদের আটকে দেওয়া হয়। যে কারণে রাগের বশে বেশ কিছু জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিজেপি কর্মীরা। তবে এতে তাঁদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, পুলওয়ামায় জঙ্গী হামলার পর ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। পাশাপাশি উঠেছে দেশপ্রেমের জিগিরও৷ আর এই দেশপ্রেমকে পুঁজি করেই ভোটের আগে নানা রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে বিজেপি৷ দেশপ্রেম, এয়ার স্ট্রাইক, যুদ্ধ নিয়ে যে রাজনীতি হবে, আগেই সেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই সংকল্প যাত্রা আসলে তারই অঙ্গ। এমনকি বিজেপি নেতারা ঠিক ভোটের আগে এই ইস্যুকে কেন্দ্র করেই নিজেদের মোবাইলে দেশাত্মবোধক গান রাখতে শুরু করেছেন বলে খবর।