যুদ্ধ যুদ্ধ আবহাওয়ার মধ্যেই জানা গেল, জিডিপি বৃদ্ধির হার নামছে উদ্বেগজনকভাবে। যা দেখে অর্থনীতিবিদরা মনে করছেন, অর্থনীতিতে মন্দা আসতে চলেছে। আগামী দিনে রাজনৈতিক অস্থিরতা ও আন্তর্জাতিক বাজারে চাহিদা হ্রাসের ফলে অর্থনীতির অবস্থা আরও খারাপ হতে পারে।
জানা গেছে, অক্টোবর থেকে ডিসেম্বর অবধি, এই তিন মাসে কমেছে মোট জাতীয় উৎপাদন। এই তিন মাসে জিডিপি বেড়েছে মাত্র ৬.৬ শতাংশ হারে। তার আগের ত্রৈমাসিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে জিডিপি বৃদ্ধির হার ছিল সাত শতাংশ। গত পাঁচটি ত্রৈমাসিকের মধ্যে অক্টোবর থেকে ডিসেম্বরেই জিডিপি বৃদ্ধি কমেছে সবচেয়ে বেশী।
সংবাদসংস্থা রয়টার্সের হিসাবমতো, ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.৯ শতাংশ। ২০১৮-র এপ্রিল থেকে জুন অবধি ত্রৈমাসিকে জিডিপি বেড়েছিল ৮.২ শতাংশ হারে। সেদিক থেকে বলা যায়, ডিসেম্বরে শেষ হওয়া ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি উল্লেখযোগ্য হারে কমেছে। অর্থনীতিবিদরা জানিয়েছেন, বাজারে বিভিন্ন পণ্যের চাহিদা কমেছে। তার সঙ্গে পাল্লা দিয়েই কমেছে জিডিপি।
আগামী মে মাসে লোকসভা নির্বাচন। তার আগে জিডিপি-র এই নিম্নগামীতা বিজেপির ভোটভাগ্যে প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
