কাশ্মীরের পুলওয়ামায় জইশ জঙ্গীদের করা হামলা পূর্বের সবকিছুর মাত্রা ছাড়িয়ে গেছে। তাই এবার আর কোনও ভাবেই নমনীয় মনোভাব নেওয়া হবে না পাকিস্তানের প্রতি। তা আগেই স্পষ্ট করে দিয়েছিল মার্কিন মুলুক। আর এবার আরও কড়া বার্তা দিল তারা। দীর্ঘ দিন ধরেই জঙ্গীদের মদত দেওয়ার ইতিহাস আছে পাকিস্তানের। তাই যতদিন না নিজেদের বদলাচ্ছে ইসলামাবাদ, ততদিন আমেরিকা থেকে তারা এক ডলারও সাহায্য পাবে না। এমন কড়া বার্তাই দিয়েছেন রাষ্ট্রপুঞ্জে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি। পাকিস্তানকে অর্থনৈতিক সাহায্য প্রদানে বিধিনিষেধ আরোপ করায় ট্রাম্প সরকারের প্রশংসাও করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নাগরিক।
বর্তমানে ‘স্ট্যান্ড আমেরিকা নাও’ নামে একটি নতুন নীতি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা নিক্কি। এই দলের মূল লক্ষ্য কীভাবে আমেরিকাকে আরও শক্তিশালী এবং প্রতিপত্তিশালী করা যায়। ‘বিদেশি ত্রাণ শুধুমাত্র বন্ধুরাই পাবে’ শীর্ষক খোলা চিঠিতে নিক্কির অভিযোগ, আমেরিকা তাদের সাহায্যের পরিবর্তে কী পাবে তা জিজ্ঞাসা করা স্বাভাবিক। কিন্তু রাষ্ট্রপুঞ্জে পাকিস্তান বরাবর আমেরিকার বিরোধিতা করে এসেছে।
দক্ষিণ ক্যারোলাইনার প্রাক্তন গভর্নর নিক্কি লিখেছেন, ‘২০১৭ সালে আমেরিকা থেকে এক বিলিয়ন মার্কিন ডলার সাহায্য পেয়েছিল পাকিস্তান। যে ছয়টা দেশকে আমেরিকা ত্রাণ দিয়েছিল তার মধ্যে সব থেকে বেশি পরিমাণ ছিল তাদের। সেই অর্থের বেশিরভাগটাই যায় পাক সেনার কাছে। বাকিটুকু রাস্তা, বিদ্যুৎ প্রকল্প এবং জনকল্যাণমুখী প্রকল্পের পিছনে ব্যয় হয়েছে।’ ওই অর্থ সাহায্যের প্রসঙ্গ তুলে নিক্কির ব্যঙ্গাত্মক মন্তব্য, ‘পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন। ওদের এক বিলিয়ন ডলারের দিলেও ওরা লাগাতার জঙ্গীদেরই মদত দিয়ে আসছে, যে জঙ্গীরা দেশের সেনাদের মারছে।’