পুলওয়ামায় জঙ্গী হামলার ঠিক ১২ দিনের মাথায়, মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ নিয়ন্ত্রণরেখা পার করে পাক অধিকৃত কাশ্মীরের বালাকোটে জঙ্গী ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় বায়ুসেনার বিমান। খবর পাওয়া মাত্রই এই সফল বিমান হামলার তারিফ করে ভারতীয় বায়ুসেনাকে প্রশংসায় ভারিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় বায়ুসেনাকে তারিফ করে বললেন, ‘আইএএফ-এর অর্থই হল ইন্ডিয়াস অ্যামেজিং ফাইটার্স। জয় হিন্দ’৷
বায়ুসেনার এই সাফল্যে আনন্দিত গোটা দেশ৷ মঙ্গলবার সকালে ভারতীয় বায়ুসেনাকে অভিনন্দন জানিয়ে টুইট করেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি লিখেছেন, “ভারতীয় বায়ুসেনার পাইলটদের সেলাম জানাই।”
শুধুমাত্র রাহুলের টুইটই নয়, কংগ্রেসের সরকারি টুইটার অ্যাকাউন্টেও এই অভিযানের”৷ প্রশংসা করা হয়। লেখা হয়, “ভারতীয়দের সুরক্ষিত রাখার জন্য বায়ুসেনার দৃঢ়প্রতিজ্ঞ ও অটল প্রচেষ্টাকে কুর্নিশ জানাই”৷
আকাশপথে এই অভিযানের প্রশংসা করেছেন বিএসপি নেত্রী তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। তবে এরই ফাঁকে বিজেপি-র সমালোচনা করতেও ছাড়েননি তিনি। মায়াবতীর মতে, ভারতীয় সেনাকে আগেই এই অভিযানের ছাড়পত্র দেওয়া উচিত ছিল বিজেপি-র। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবও বায়ুসেনার এই প্রয়াসকে অভিনন্দন জানিয়েছেন।
ভারতীয় বায়ুসেনার এই প্রত্যাঘাতকে এক যোগে অভিনন্দন জানালো দেশের প্রায় সব রাজনৈতিক দল। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী, মায়াবতী— অভিযানের খবর প্রকাশ্যে আসা মাত্রই, বায়ুসেনার ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিলেন দেশের হেভিওয়েট নেতা-নেত্রীরা। সকলেই সাধুবাদ জানালেন বায়ুসেনার এই সাফল্যকে৷