বাণিজ্যিক যাত্রার প্রথম দিন ট্রেন লেট করতেই পারে, অল্প দূরত্বের ক্ষেত্রেও তার ভাড়া বেশি হতেই পারে, কিন্তু তা নিয়ে কোনও রকম প্রশ্ন তোলা যাবে না। করা যাবে না রসিকতাও! কারণ যাঁরা এ সব করছেন, তাঁদের শাস্তি হওয়া উচিত বলেই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ নিয়ে পরোক্ষভাবে হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। কিন্তু আদতে তাতে বন্দে ভারতের কোনও লাভই হল না! কারণ বিপদ কিছুতেই পিছু ছাড়ছে না এই সেমি হাই স্পিড এক্সপ্রেস ট্রেনের। এবার রেল লাইনের পাথর ছিটকে ক্ষতিগ্রস্ত হল ট্রেন।
শনিবার উত্তর প্রদেশের আছালদার কাছে রেললাইন থেকে পাথর ছিটকে চালকের সামনের স্ক্রিন এবং জানলার কাচে লাগে। পাশের লাইনে ডিব্রুগড় রাজধানী ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় এক গবাদি পশুর মৃত্যু হয়। তখনই লাইনে থাকা পাথর ছিটলে এসে লাগে চালকের ইউন্ড স্ক্রিনে। ক্ষতির পরিমাণ এখনও জানা না গেলেও, উত্তরাঞ্চলীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখছে বিশেষজ্ঞ দল।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই পুলওয়ামা হামলার পর বন্দে ভারত এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়। তাতে ভেঙে গিয়েছিল ট্রেনের জানলা। এমনকি যাত্রা শুরুর দিনেই বন্দে ভারত এক্সপ্রেসে ধাক্কা লেগে আহত হয়েছিল একটি গরু। সে দিন দেড় ঘন্টা লেট করে ট্রেনটি। আবার উদ্বোধনের দিনেই বারাণসী থেকে দিল্লী ফেরার পথে রাজধানীর ২০০ কিলোমিটার আগেই বিকল হয়ে যায় ওই ট্রেনের বিভিন্ন যন্ত্রাংশ। ট্রেনের কন্ট্রোল সিস্টেমে গন্ডগোলের কারণে সাংবাদিক এবং সরকারি আধিকারিক-সহ যাত্রীদের অন্য একটি ট্রেনে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তার পর নির্দিষ্ট সময়ের বেশ কিছু ক্ষণ পর দিল্লী পৌঁছয় ট্রেনটি।