আগামী দুই মরসুম আর কোনো খেলোয়াড় কিনতে পারবে না চেলসি। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার নিয়ম ভেঙেছে ইংলিশ ক্লাবটি। তাই তাদের নিষেধাজ্ঞার সঙ্গে করা হয়েছে জরিমানাও।
ফিফার আইনে আছে, ১৮ বছরের নিচে কোনো খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সই করতে পারবে না কোনো ক্লাব। কিন্তু চেলসি সে আইন ভঙ্গ করেছে।
ফিফার অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, ‘ইংলিশ ক্লাব চেলসি এফসি এবং তাদের ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে ১৮ বছরের নিচের খেলোয়াড়দের আন্তর্জাতিক দলবদল এবং চুক্তি বিষয়ক আইন ভঙ্গের দায় এনেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি।’
নিয়ম ভঙ্গ করায় ২০২০ সালের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো পর্যন্ত নতুন কোনও খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করতে পারবে না চেলসি। তবে খেলোয়াড় ছেড়ে দেওয়া কিংবা ধারের খেলোয়াড়দের ফিরিয়ে আনতে পারবে তারা।
শুধু নিষেধাজ্ঞাই নয়, তার সঙ্গে এই ক্লাবকে ৬ লাখ সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা। সেইসঙ্গে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকেও (এফএ) ৫ লাখ ১০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।
চেলসির দোষটা নতুন কিছু নয়। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ—সবাই এ দোষ করে শাস্তি পেয়েছে। সবাই এক বা একাধিক দলবদলে খেলোয়াড় কেনার সুযোগ হারিয়েছে তারা। চেলসির জন্যও নতুন কিছু নয় এটা। ২০০৯ সালেও এমন নিষেধাজ্ঞা জুটেছিল তাদের। সেবার আপিল করে শাস্তি কমিয়েছিল তারা। এবারও সে সুযোগ থাকছে তাদের, ফিফার কাছে নিজেদের যুক্তি দেখাতে পারলে এবারও শাস্তি কমার সুযোগ রয়েছে।এই শাস্তির বিরুদ্ধে তিনদিনের মধ্যে ফিফা আপিল কমিটির কাছে আবেদন করতে পারবে চেলসি। চাইলে যেতে পারবে ক্রীড়া আদালতেও।