টেস্ট হোক কিংবা একদিনের ক্রিকেট বিরাট কোহলি মানেই বাইশ গজে বিধ্বংসী মেজাজ আর আগ্রাসনের বিস্ফোরণ। আইসিসি র্যাঙ্কিংয়ে টেস্ট এবং একদিনের ক্রিকেটে বর্তমানে এক নম্বরে রয়েছেন ভারত অধিনায়কই। দেশের মাটিতে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও বিধ্বংসী মেজাজে দেখা যাবে বিরাটকে। তাই যা অবিশ্বাস্য ফর্মে রয়েছেন, তাতে আসন্ন সিরিজে অজিদের জন্য বিরাটকে থামানোর কাজটা সহজ হবে না বলেই মনে করছেন প্রাক্তন অস্ট্রেলিয়া ওপেনার ম্যাথু হেডেন।
২৪ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে সফর শুরু করছে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। প্রথমে দুই ম্যাচের টি২০ সিরিজ। এরপর পাঁচ ম্যাচের একদিনের সিরিজ। মিচেল স্টার্কের অনুপস্থিতিতে আসন্ন সফরে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ নির্ভর করছে তরুণ তুর্কী জাই রিচার্ডসনের উপরে। তবে কোহলিকে সামলাতে রিচার্ডসন সমস্যায় পড়বেন বলেই জানিয়েছেন হেডেন।
তাঁর মতে, ‘অস্ট্রেলিয়ায় কিছুদিন আগে হওয়া সিরিজে রিচার্ডসনের বিরুদ্ধে খুব একটা স্বচ্ছন্দ দেখায়নি কোহলিকে। বার তিনেক বিরাটের উইকেট নিয়েছিল রিচার্ডসন। দারুণ বল করেছিল। কিন্তু ভারতে একেবারেই অন্য খেলা হবে বলে মনে হচ্ছে। জাই একেবারেই তরুণ। ভারতে খেলার বিশেষ অভিজ্ঞতা ওর নেই। তাই এবার বিরাট দাপট দেখাবে বলেই মনে হচ্ছে।’
শুরুতে অবশ্য রোহিত শর্মার সঙ্গে বাঁহাতি পেসার জেসন বেহেরেনডর্ফের টক্কর দেখার জন্য মুখিয়ে রয়েছেন হেডেন। তাঁর মতে, ‘২৮ বছর বয়সী বেহেরেনডর্ফ বেশ লম্বা। ওর হাতে ভাল গতি রয়েছে। উইকেট লক্ষ্য করে বল করে। যা নিঃসন্দেহে চ্যালেঞ্জের। তবে রোহিত এখন সেরা ছন্দে রয়েছে।’
বিশ্বকাপের বাকি মাত্র ৯৯ দিন৷ তার আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরীক্ষা বিরাটদের৷ ২৪ ফেব্রুয়ারি থেকে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু অজিদের ভারত সফর৷ কুড়ি-বিশের ক্রিকেটযুদ্ধের পর পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ‘মেন ইন ব্লু’৷ ইংল্যান্ডের বিমান ধরার আগে এটাই ফাইনাল মহড়া কোহলিদের৷