পুলওয়ামায় শহিদ বাংলার ২ জওয়ানের পরিবারকে ৫ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার নবান্ন থেকে বেরোনোর সময় সাংবাদিকদের একথা বলেন মমতা। আর্থিক সাহায্যের পাশাপাশি শহিদদের পরিবারের এক সদস্যকে রাজ্য সরকাররের চাকরিতে নিয়োগ করা হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুলওয়ামা হামলায় মৃত ২ জওয়ান বাবলু সাঁতরা ও সুদীপ বিশ্বাসের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্য দেবে রাজ্য সরকার। সঙ্গে চাইলে তাঁদের পরিবারের ১ জন করে সদস্যকে চাকরিও দেওয়া হবে।’ যে ক্ষতি হয়েছে তার তুলনায় সাহায্য নিতান্তই নগন্য বলেও উল্লেখ করেন মমতা।
বাবলুর পরিবারে তিনিই ছিলেন মূল উপার্জনকারী৷ তাঁর স্ত্রী এক বেসরকারী স্কুলে নামমাত্র বেতনের চাকরি করেন৷ অন্যদিকে সুদীপের উপার্জনেই সংসার চলত তাঁর মা-বাবার৷ তাই মুখ্যমন্ত্রীর এই পাশে থাকার জোরে তাঁরা আবার আস্তে আস্তে নিজেদের গুছিয়ে নেবেন, এমনই মত সকলের৷ মুখ্যমন্ত্রীর এই সাহায্য ঘোষণার খবর শুনে শহীদ জওয়ান বাবলু সাঁতরার ভাই কল্যাণ সাঁতরা বলেন, ‘এই অর্থসাহায্য পেলে আমাদের পরিবারের খানিকটা সুরাহা হবে।’ সঙ্গে আর যাতে কোনও মায়ের কোল খালি না হয় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকার আবেদন জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি বিকেলে কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ-এর কনভয়ে আত্মঘাতী জঙ্গিহামলায় শহীদ হন ৪৪ জন জওয়ান। এই শহীদদের মধ্যে রয়েছেন হাওড়ার বাসিন্দা বাবলু সাঁতরা ও নদিয়ার বাসিন্দা সুদীপ বিশ্বাস।
