পুলওয়ামার ভয়াবহ জঙ্গী হামলার প্রেক্ষিতে ভারত কোনও দেশের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ুক তা চান না শহীদ জওয়ান বাবলু সাঁতরার দিদি। বারবার মনে করিয়ে দিলেন যুদ্ধ নয়, শান্তি চাই।
ভাইয়ের মৃত্যুতে শোকে পাথর হয়ে গিয়েও মানবতা ভুলে যাননি শহীদের দিদি। তাই সংবাদমাধ্যমকে স্পষ্ট জানালেন, ‘আমাদের কোল খালি হয়ে গেল। এই ভাবে কোনও সমাধান হতে পারে না। যতটা শান্তিপূর্ণভাবে সমাধান করা যায় সেই চেষ্টা করুক সরকার। শুধু তো আমাদের দেশে নয়, সারা বিশ্বে কত তাজা প্রাণ শেষ হয়ে যাচ্ছে তার হিসেব নেই। আজ যদি নতুন করে যুদ্ধ বাঁধে, তাহলে আমাদের দেশের না হলেও অন্য দেশের এমনই কোনও ছেলে মারা যাবে। এমনই কোনও মায়ের কোল খালি হবে। এমনটা আর হোক আর চাই না’। লড়াই করে যে কোনও কিছুর সমাধানই সম্ভব নয়, সেটা আবারও মনে করিয়ে দিলেন তিনি।
আজ শনিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ হাওড়ার চক কাশী গ্রামের বাবলু সাঁতরা এবং নদিয়ার সুদীপ বিশ্বাসের মরদেহ নিয়ে দমদম বিমানবন্দরের মাটি ছোঁয় বায়ুসেনার বিশেষ বিমান। পুলওয়ামার হামলায় শহিদ হয়েছেন সিআরপিএফ–এর এই দুই কনস্টেবল। বিমানবন্দরে সহযোদ্ধাদের শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন সিআরপিএফ–এর অফিসার এবং জওয়ানরা। ছিলেন বায়ুসেনা, নৌসেনা, সেনাবাহিনী এবং পুলিসের আধিকারিকরাও। শ্রদ্ধাজ্ঞাপনের পর বিমানবন্দরেই গান স্যালুট দেওয়া হয় দুই শহিদকে। তারপর বাবলু এবং সুদীপের মরদেহ নিয়ে তাঁদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সিআরপিএফ–র গাড়ি। এদিন বিমানবন্দরে বীর বঙ্গসন্তানদের শেষবার চোখের দেখা দেখতে সকাল থেকেই ভিড় উপচে পড়েছিল।