কিংবদন্তি ক্রিকেটার শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা বলেছেন, ‘তার অভিজ্ঞতার কোনো বিকল্প নেই এবং তাই এ বছরের বিশ্বকাপে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হবে উইকেটরক্ষ-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি’।
অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের ‘ঐতিহাসিক’ ওয়ানডে সিরিজ জয় এবং এরপর নিউজিল্যান্ড জয়ে ধোনির পারফরমেন্স ছিল স্বপ্নের মত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন এবং নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজ যথাক্রমে ২-১ এবং ৪-১ ব্যবধানে জিতেছিল ভারত।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে বিশ্বকাপে ধোনির বিশাল অভিজ্ঞতা অধিনায়ক বিরাট কোহলির জন্য অত্যন্ত প্রয়োজন মনে করছেন সাঙ্গাকারা। ধোনির অধীনে ২০১১ বিশ্বকাপ শিরোপা জেতে ভারত। ক্রিকেটের ইতিহাসে তিন ফর্মেটেই আইসিসি বিশ্বকাপ (টি-২০-বিশ্বকাপ ২০০৭, বিশ্বকাপ ২০১১ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৩) জয় করা একমাত্র অধিনায়ক ধোনি।
ইন্ডিয়া টুডে পত্রিকাকে সাঙ্গাকারা বলেন, ‘একটা বিশ্বকাপে অভিজ্ঞতার মূল্য অপরিসিম। কেবলমাত্র অভিজ্ঞতা নয় এটা সেরা পারফরমেন্সেরও বিষয়। আমি মনে করি, ভারতীয় ১৫ সদস্যের বিশ্বকাপ দলে ধোনি অবশ্যই থাকবেন।’
তিনি আরও বলেন, ‘একই সাথে আমি তার অভিজ্ঞতার কথাও চিন্তা করি। একটা বিশ্বকাপে দলের কঠিন কোনো মুহূর্ত এলে কোহলি মাঠে অত্যন্ত ঠান্ডা মাথার কেউ একজনকে চাইবে।’
ধোনির পাশাপাশি কুমার সাঙ্গাকারা প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছেন বিরাট কোহলিকেও। তাঁর কথায়, ‘সর্বকালের সেরা ক্রিকেটারদের অন্যতম বিরাট। একদিন সে সর্বকালের সেরা হয়ে উঠলেও অবাক হব না। ওর বড় গুণ হচ্ছে রানের প্রবল খিদে। আর সে জন্য যে প্রক্রিয়া মেনে চলে, সেটাও নিখুঁত। ব্যাটিংয়ের সময় কিভাবে ছন্দ ধরে রাখতে হয়, তা এই মুহূর্তে ওর চেয়ে ভালো কেউ জানে না। বাইশ গজে পৌঁছে পরিবেশ পরিস্থিতি দ্রুত বুঝে নিতে পারে। মাঠে ওর আচরণ ও অভিব্যক্তি দেখলেই বোঝা যায়, সর্বদাই সে ক্রিকেটের নেশায় বিভোর রয়েছে। সত্যি বলতে কি, বিরাট হল ক্রিকেটের একনিষ্ঠ ভক্ত।’