সংসদে তৃণমূলের ধর্নায় ফুটে উঠল বিরোধী ঐক্যের ছবি। তৃনমূল সাংসদদের পাশে দাঁড়ালেন, স্লোগান দিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
গণতন্ত্র বাঁচানোর দাবিতে আজ বুধবার সকাল থেকে সাংসদের বাইরে বিক্ষোভ প্রদর্শন শুরু করে তৃণমূলের সাংসদেরা। প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে ধর্না শুরু করেন তাঁরা। অপ্রতাশিতভাবে হঠাৎই সেখানে এসে উপস্থিত হন রাহুল গান্ধী। কথা বলেন তৃণমূলের সাংসদদের সঙ্গে। কিছুক্ষণ স্লোগানও দেন। তারপর সেখান থেকে চলে যান তিনি।
মোদী বিরোধীতায় সমস্ত রাজনৈতিক নেতারা একজোট হয়েছেন। সেই মোদী বিরোধীতায় যে তিনিও জোটের পক্ষেই রয়েছেন তা বোঝাতেই কার্যত রাহুল গান্ধীর এই পদক্ষেপ বলে মত রাজনৈতিক মহলের একাংশের।
প্রসঙ্গত, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ব্রিগেডের সভায় তিনি আসতে না পারলেও কংগ্রেসের প্রতিনিধি পাঠিয়েছিলেন রাহুল। সেই নির্দেশ পেয়ে এসেছিলেন মল্লিকার্জুন খাড়্গে। কার্যত জোটের পক্ষে যে কংগ্রেস রয়েছে তা বোঝাতেই এই সিদ্ধান্ত নেন রাহুল।
