আইসিসি-র সমস্ত বড় খেতাবই জিতেছেন অধিনায়ক হিসেবে। টি টোয়েন্টি বিশ্বকাপ, ৫০ ওভারের বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি— জিতেছেন ক্যাপ্টেন ধোনি। ভারতীয় ক্রিকেটে ধোনির অবদান অনস্বীকার্য। তাই ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা বিশেষ সম্মান দিল মাহিকে। রাঁচি স্টেডিয়ামের একটা ব্লকের নামকরণ করা হল ধোনির নামে। রাঁচি থেকেই বিশ্বমঞ্চে উত্থান মহেন্দ্র সিং ধোনির। কিংবদন্তি ক্রিকেটারকে তাই এই উপহার দিচ্ছে তাঁরই রাজ্যের ক্রিকেট সংস্থা। জানা গিয়েছে, রাঁচি স্টেডিয়ামের সাউথ প্যাভিলিয়নের নাম করা হচ্ছে ধোনির নামে। আপাতত ব্লকটি নীল রঙে সাজানো হচ্ছে। আগেই রাজ্যের সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছিলেন তিনি–ঝাড়খণ্ড রত্ন।
শুধু তাই নয়, ধোনির সম্মানের তালিকায় রয়েছে পদ্মভূষণ (২০১৮), পদ্মশ্রী (২০০৯), রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার (২০০৭)। পাশাপাশি টানা সাত বছর আইসিসির সেরা দলের সদস্য নির্বাচিত হয়েছেন। আইসিসির ওয়ান ডে ‘প্লেয়ার অফ দ্য ইয়ার’–ও হয়েছেন তিনি। ঘরের ছেলেকে তাই অভিনব সম্মান দিল রাঁচি।