গতকাল কবি প্রসূন ভৌমিকের নবম কাব্যগ্রন্থ ‘দ্বেষ’ প্রকাশিত হল বইমেলার মিডিয়া সেন্টারে। রাবণ প্রকাশনা থেকে প্রকাশিত হল বইটি। বইটির প্রচ্ছদশিল্পী দায়িত্বে ছিলেন স্বনামধন্য চিত্রকর অশোক ভৌমিক।
কবি প্রসূন ভৌমিক তার এই বইটিকে উৎসর্গ করেছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে। পটভূমি নিয়ে আলোচনা করতে গিয়ে কবি বলেন, ‘সাম্প্রতিক সময়ে সারাদেশে রাষ্ট্রনৈতিক ভাবে যে স্বৈরাচারী শাসন চলছে, যে ধর্মীয় ফ্যাসিবাদ চলছে, যেভাবে ভারতীয় যুক্তরাষ্ট্রে বাংলা-সহ অন্য অঙ্গরাজ্যগুলির ওপর অশালীন, অসাংবিধানিক আক্রমণ চলছে তার বিরুদ্ধে এক প্রতিবাদের প্রতিরূপ এই কবিতাগুলি। আমার রক্তাক্ত সময় আমার মনকে ক্ষত বিক্ষত করেছে, যে ক্ষতের দাগ সহজে নিরাময় হয় না।‘
বই প্রকাশ অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বন্ধু ও বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে গায়ক প্রতুল মুখোপাধ্যায়, বর্ষীয়ান কবি অমিতাভ গুপ্ত, লেখক প্রচেত গুপ্ত, সুপ্রিয় চৌধুরী, সাহিত্যকার শংকর রায়, প্রকাশক সোমাইয়া আখতার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি সবুজবরণ বসু। কবি প্রতুল মুখোপাধ্যায় এর গান, তাঁর অমূল্য কথা দিয়ে শেষ হয় অনুষ্ঠানটি।