‘আগে সাংসারিক দায়িত্ব পালন করতে হবে। যে ঘর সামলাতে পারে না, সে দল দেখবে কী! আর দেশই-বা কী দেখবে!’ নাগপুরে এবিভিপি-র প্রাক্তনীদের এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে এই মন্তব্য করেন বিজেপি নেতা নীতিন গাডকরী।
ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘অনেকেই বলেন বিজেপির জন্য, দেশের জন্য সারা জীবন নিয়োজিত করতে চাই। এমন একজনকে প্রশ্ন করেছিলাম, কী করেন? বাড়িতে কে আছেন? জবাব এসেছে, দলের কাজ করতে গিয়ে দোকান বন্ধ করে দিয়েছি। বাড়িতে স্ত্রী-সন্তান আছে। তাঁকে বোঝালাম, আগে ঘর-পরিবার সামলান। স্ত্রী-সন্তানদের দেখুন। তারপর দল দেখবেন’।
মোদীকে কটাক্ষ করে গাডকরীর এই মন্তব্যকে লুফে নিয়েছে বিরোধীরা। ‘যে ঘর সামলাতে পারে না সে দেশ কী দেখবে’, এই মন্তব্যটি ট্যাগ করে রাহুল গান্ধী টুইট করে গাডকরীকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘গাডকরীজি অভিনন্দন। বিজেপিতে একমাত্র আপনারই সাহস আছে’।
ইদানীং মুখ খুললেই বিজেপিকে বিপাকে ফেলছেন গাডকরী। অতি-সম্প্রতি বলেছিলেন, ‘নেতাদের ততটা স্বপ্ন দেখানো উচিৎ, যা পূরণ করা সম্ভব। নয়তো জনতা ধরে মারবে’। গত বছর রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে – এই তিন রাজ্য হাতছাড়া হওয়ায় বিজেপিকে হারের দায় নিতেও বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী।