বাংলার উত্তাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই ছিল আজ রাজ্য বাজেট পেশের দিন৷ আজকের বাজেট শিক্ষাক্ষেত্রে এক নতুন দিকের উন্মোচন করল৷ ক্ষমতায় এসেই শিক্ষাব্যবস্থার উন্নতিকে ‘পাখির চোখ’ করেছিলেন মমতা৷ আজকের বাজেট সেই উন্নতির পথকেই আরো প্রসারিত করল৷ আজকের বাজেটে রাজ্যে আরও নতুন দশটি বিশ্ববিদ্যালয়ের কথা ঘোষণা করা হয়েছে৷ আজ রাজ্যের বাজেট প্রস্তাবে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশী বিশ্ববিদ্যালয়েও শিলমোহর পড়লো৷ ২০১৯-২০ অর্থবর্ষে উচ্চশিক্ষা বিভাগের জন্য ৩,৯৬৪ কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে চলতি বাজেট প্রস্তাবে।
মাস দুয়েক আগে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নদিয়া সফরে গিয়ে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের কথা। জানুয়ারি মাসে কৃষ্ণনগর সফরে গিয়ে আরও একগুচ্ছ প্রকল্পের সঙ্গে মুখ্যমন্ত্রী স্বয়ং শিলান্যাস করেছিলেন কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের৷
জানা গিয়েছে, কৃষ্ণনগর গভর্মেন্ট কলেজের ক্যাম্পাসের ভিতর তৈরি হবে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়। কয়েক দিন আগেই সেই জমিও চিহ্নিত হয়ে গেছে।
বাজেট প্রস্তাবে জানানো হয়, রাজ্যে এই মুহূর্তে ৩০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে ২০টি সরকার পোষিত ও ১০ টি বেসরকারি। চলতি বছরের বাজেট প্রস্তাবে আরও দশটি বিশ্ববিদ্যালয়ের ঘোষণা রয়েছে। এ গুলি হল বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, ঝাড়গ্রামে ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়, হুগলিতে রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয়, পূর্ব মেদিনীপুরে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়, দার্জিলিঙের মংপুতে দার্জিলিং বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, বহরমপুরে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় এবং উত্তর ২৪ পরগনায় হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়৷