অভিনেতা নাসিরুদ্দিন শাহ এবং আমির খানকে বিশ্বাসঘাতক বলে বসলেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। শুধু তাই নয়, এঁদেরকে রাজপুরের রাজ জয়চাঁদ বা বাংলার মীরজাফরের সঙ্গে তুলনা করেছেন ওই আরএসএস নেতা।
আলিগড়ে এক অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্দ্রেশ কুমার বলেন, ‘২৬/১১ র হামলায় দোষী সাব্যস্ত হওয়া আজমল কাসভ বা ইয়াকুব মেননের মতো মুসলিমের এদেশে জায়গা নেই। মুসলমান হওয়া উচিত প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের মতো’। এরপরেই ইন্দ্রেশ কুমার প্রখ্যাত দুই অভিনেতাকে আক্রমণ করে বলেন, ‘রাজা জয়চাঁদ বা মীরজাফরের মতোই বিশ্বাসঘাতক হলেন অভিনেতা আমির খান ও নাসিরুদ্দিন শাহ’। ইন্দ্রেশ কুমারের দাবি, আমির খান বা নাসিরুদ্দিন শাহ ভালো অভিনেতা হতে পারেন কিন্তু সম্মান পাওয়ার যোগ্য নন তাঁরা। কারণ, তাঁরা বিশ্বাসঘাতক।
প্রসঙ্গত, গত মাসে নাসিরুদ্দিন শাহ একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে উত্তর প্রদেশে পুলিশ অফিসার সুবোধ কুমার সিংয়ের খুনের ঘটনায় দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, নিজের সন্তানদের এই দেশে রাখতে দুশ্চিন্তা হয়। কটাক্ষ করে বলেছিলেন, একজন পুলিশ অফিসারের প্রাণের চেয়ে এই দেশে গরু বেশী গুরুত্ব পায়। অভিনেতার এই মন্তব্যের পরেই গেরুয়া শিবির থেকে একের পর এক আক্রমণ শুরু হয়। অনেক মোদীপন্থী অভিনেতাও নাসিরুদ্দিন শাহকে আক্রমণ করেন। উত্তরপ্রদেশের বিজেপি নেতা মহেন্দ্রনাথ পাণ্ডে তাঁকে আক্রমণ করে পাকিস্তানের চর বলেছিলেন। পাশাপাশি আমির খান দেশে অসহিষ্ণুতা চলছে বলে মন্তব্য করেছিলেন। তাঁকেও আক্রমণ করে পাকিস্তানে পাঠাতে চেয়েছিলেন অনেক বিজেপি নেতা।