এ বছর সাধারণতন্ত্র দিবসে রাষ্ট্রপতি পদক (পিপিএম) পাচ্ছেন বাংলার দুই কৃতী পুলিশ অফিসার । কলকাতা পুলিশের অ্যাসিস্টান্ট কমিশনার অলোক সান্যাল এবং বিধাননগর কমিশনারেটের সাব ইন্সপেক্টর শম্ভুনাথ ঝাঁ এবারের রাষ্ট্রপতি পদকের জন্য বিবেচিত হয়েছেন।
তবে শুধু রাষ্ট্রপতি পুলিশ পদকই নয়। এর পাশাপাশি এবার এ রাজ্য থেকে পুলিশ পদক (পি এম) পাচ্ছেন মোট ২০ জন পুলিশকর্মী। কলকাতা পুলিশের তিলজলা থানার ওসি জয়সূর্য মুখোপাধ্যায়, গড়ফা থানার ওসি সত্যপ্রকাশ উপাধ্যায়, ট্রাফিকের দুই ওসি সুমন বসু ও বিভাসকুমার মণ্ডলের পাশাপাশি সাউথ ওয়েস্ট ডিভিশনের মহিলা সাব ইন্সপেক্টর জিন্নাতারা খাতুনও এবার পুলিশ পদক পাচ্ছেন।
একইসঙ্গে বিধাননগর কমিশনারেটের সাব ইন্সপেক্টর জোনাকি বাগচি, সিআইডির সাব ইন্সপেক্টর সুমন চক্রবর্তী, আলিপুরদুয়ার থানার ইন্সপেক্টর জয়দেব ঘোষ, শিলিগুড়ি মহিলা থানার ইন্সপেক্টর মুমতাজ বেগম এবার পুলিশ পদক পাচ্ছেন। সাধারণতন্ত্র দিবসের আগে দিল্লীতে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
অন্যদিকে, ২০১৭ সালে আমডাঙায় ভয়াবহ আগুনের হাত থেকে স্থানীয় বাসিন্দাদের বাঁচাতে বিস্ফোরণে দগ্ধ হয়েছিলেন দমকলের লিডার পদমর্যাদার আধিকারিক অশোককুমার তরফদার। হাসপাতালে বেশ কয়েকদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও শেষ পর্যন্ত হার মানতে হয় কাঁচরাপাড়া দমকল কেন্দ্রের ওই কর্মীকে। সেই আধিকারিকও তাঁর বীরত্ব প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ এ বছর মরণোত্তর রাষ্ট্রপতি পদক পাচ্ছেন।