চলে গেলেন বিখ্যাত সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। সম্প্রতি বাথরুমে পড়ে গিয়ে মস্তিস্কে গুরুতর চোট পান তিনি। পোর্ট ট্রাস্টের কাছে সেন্টিনারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। রাখা হয়েছিল ভেন্টিলেশনে। তাঁর চিকিৎসক ছেলের তত্ত্বাবধানেই তিনি ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে। শনিবার বিকালে ৩.৪০ নাগাদ মৃত্যু হয় তাঁর।
অতীন বাবুর অমর সৃষ্টি গুলির মধ্যে অন্যতম ‘নীলকণ্ঠ পাখির খোঁজে’, ‘অলৌকিক জলযান’, ‘ঈশ্বরের বাগান’, ‘মানুষের ঘরবাড়ি’, ‘পঞ্চযোগিনী’- উপন্যাস গুলি অন্যতম। এছাড়াও রয়েছে ‘দেবী মহিমা’, ‘দ্বিতীয় পুরুষ, ‘মানুষের হাহাকার’, ‘দুঃস্বপ্ন’, ‘উপেক্ষা’, ‘ঋতুসংহার’, ‘নগ্ন ঈশ্বর’, ‘নীল তিমি’, ‘একটি জলের রেখা’ সহ তাঁর একাধিক লেখা মন ছুঁয়ে যায়।
অতীন বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৩৪ সালে অধুনা বাংলাদেশের ঢাকায়। তিনি ছিলেন জাহাজের কোলবয়। সেইসব অভিজ্ঞতা প্রতিফলিত হয়েছে তাঁর বিখ্যাত উপন্যাসগুলিতে। ছিন্নমূল মানুষের ভাষায় বাগ্ময় হয়ে উঠেছে তাঁর লেখনি। তাঁর কলমে বারবার ঘুরে ফিরে আসে মানুষের বাঁচার অধিকার-আর্তি।
সাহিত্য কীর্তির জন্য ২০০১ সালে সাহিত্য অ্যাকাডেমি-সহ একাধিক পুরস্কার পান ( ৫০টি গল্পের জন্য)। এছাড়াও মানিক স্মৃতি পুরস্কার (১৯৫৮) ‘সমুদ্র মানুষ’-এর জন্য, বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার (১৯৯১), ভুয়াল্কা পুরস্কার (১৯৯৩) পান পঞ্চযোগিনী-র জন্য। বঙ্কিম পুরস্কার (১৯৯৮) পান দুই ভারতবর্ষ-এর জন্য। এছড়াও পেয়েছিলেন মতিলাল পুরস্কার, তারাসঙ্কর স্মৃতি পুরস্কার, নারায়ণ গঙ্গোপাধ্যায় ও সুধা পুরস্কার (কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে)।
সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বাংলা শিল্প ও সাহিত্য জগতে নেমে এসেছে শোকের ছায়া।
