সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতেই শবরীমালা মন্দিরে প্রবেশ করেছিলেন। অভিযোগ, তার জেরেই লাগাতার বিজেপি, আরএসএস-সহ ডানপন্থী সংগঠনগুলির হুমকির মুখে পড়েছেন বিন্দু আম্মিনি ও কনক দুর্গা। বিক্ষোভকারীদের ভয়ে গা ঢাকা দিয়েছিলেন কোচির একটি অঞ্চলে। অবশেষে বৃহস্পতিবার নিরাপত্তা চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তাঁরা।
বৃহস্পতিবার, দুই মহিলার তরফে আইনজীবী ইন্দিরা জয় সিংহ সুপ্রিম কোর্টে জানান, বিন্দু ও কনক দুর্গার জীবন সংশয় হয়ে পড়েছে। একজন মহিলা নিজের বাড়িতে ফিরেও লাঞ্ছিত হয়েছেন। এই অবস্থায় তাঁদের ২৪ ঘন্টা পুলিশি নিরাপত্তা আবশ্যিক হয়ে পড়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, আগামীকালই দুই মহিলার অভিযোগ শোনা হবে। সেই সঙ্গে প্রধান বিচারপতি বলেন, আপাতত তাঁদের বর্তমান ঠিকানা প্রকাশ করা উচিত নয়।
প্রসঙ্গত, শবরীমালা নিয়ে শীর্ষ আদালতের ঐতিহাসিক রায়ের পরেও কোনও ঋতুমতী মহিলা মন্দিরে প্রবেশ করতে পারেননি। ডিসেম্বর মাসে প্রথমবার চেষ্টা করেও মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারেননি বিন্দু আম্মিনি ও কনক দুর্গা। অবশেষে ২ রা জানুয়ারি ভোরে পুলিশি নিরাপত্তায় আয়াপ্পা দেবের দর্শন করেন তাঁরা। কিন্তু এরপর লাগাতার বিক্ষোভকারীদের হুমকি আসতে থাকে। গত দু’সপ্তাহ ধরে কেরল সরকারের ঠিক করে দেওয়া একটি জায়গায় আছেন তাঁরা। এরই মাঝে মঙ্গলবার সকালে বাড়ি ফেরেন দুর্গা। কিন্তু তাতেও আক্রান্ত হতে হয় তাঁকে। জানা গিয়েছে শাশুড়ি তাঁকে মাথায় আঘাত করেন। আঘাত গুরুতর হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।