অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই জকোভিচ, নাদাল-অ্যান্ডি মারে-ফেডেরারের সঙ্গে নিজেকে চ্যাম্পিয়নশিপের সম্ভাব্য দাবিদার হিসেবে রেখেছিলেন। এবার ফেডেরারও জকোভিচের সঙ্গে একমত। বলেছেন, ‘আমিও মনে করি আমাদের মধ্যে কেউ চ্যাম্পিয়ন হব।’ তবে নাদাল এক নম্বর ফেভারিট। দ্বিতীয় রাউন্ডে ডান ইভান্সকে হারানোর পর ফেডেরার বলেছেন, ‘নোভাক, রাফা ও আমি, তিনজনই জানি কীভাবে গ্র্যান্ড স্ল্যাম জিততে হয়। আমি মনে করি রাফা একনম্বর ফেভারিট।’
উল্লেখ্য, নতুন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হওয়ার আগেই ‘বিগ ফোর’কেই ফেভারিট বলে মনে করেছিলেন সার্বিয়ার নোভাক জকোভিচ। ‘বিগ ফোর’ বলতে জকোভিচ বুঝিয়েছিলেন, রজার ফেডেরার-রাফায়েল নাদাল-এন্ডি মারে ও নিজেকে। জকোভিচ বলেছিলেন, ‘আমার মনে হয়, যদি আমরা সুস্থ থাকি এবং ভালো খেলতে পারি তবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের ভালো সুযোগ থাকবে আমাদের।’
যদিও স্পেনের রবের্তো বাউতিস্তা অগাতের কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিয়েছেন অ্যান্ডি মারে।