বিজেপি বিরোধী মহাজোটের দামামা বেজে গেছে। ব্রিগেডে ঘটছে মহাসমাবেশ। ২০ টি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ব্রিগেড সমাবেশ। শুধু উত্তরপ্রদেশের ‘বহেনজি’ মায়াবতী মমতার সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন কিনা সেই নিয়ে ধোঁয়াশা ছিল। বৃহস্পতিবার সকালে সেটাও পরিষ্কার হয়ে গেল।
জানা গেছে, আগামী শনিবার মমতার ব্রিগেডে যোগ দিতে কলকাতায় আসছেন বসপা সাংসদ সতীশচন্দ্র মিশ্র। অতীতে মায়াবতী সরকারের জামানায় মন্ত্রীত্বও সামলেছেন সতীশ। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ এবং বসপা-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
প্রদেশের অনীহা স্বত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডে দূত পাঠাচ্ছে কংগ্রেস। আসছেন মল্লিকার্জুন খাড়্গে। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব সশরীরে ব্রিগেডে থাকবেন, তা আগেই নিশ্চিত করেছেন তৃণমূল নেতৃত্ব। স্বভাবতই মমতার ব্রিগেডে মায়াবতীর অংশগ্রহণ নিয়ে একটা টানাপোড়েন ছিল। আজ সকালে বসপা-র তরফে সেই টানাপোড়েনে দাঁড়ি টানা হল। জানিয়ে দেওয়া হল, বসপা-র তরফে মমতার ব্রিগেডে উপস্থিত থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সতীশচন্দ্র মিশ্র।
সব মিলিয়ে মমতাকে মধ্যমণি করে বিজেপি বিরোধী মহাজোটের মালা গাঁথার কাজ চলছে শেষ পর্যায়ে। এবার সমাবেশ শুরু হওয়ার অপেক্ষা।