তিক্ততা ভুলে জোট বেঁধেছেন অখিলেশ যাদব ও মায়াবতী৷ সমসংখ্যক আসনে প্রার্থী দেবে দুই দল৷ মঙ্গলবার মায়াবতীর ঘোষণা, সমস্ত আসন থেকে জোট প্রার্থীদের জিতিয়ে নিয়ে আসুন৷ এটাই হবে তাঁর জন্মদিনের উপহার৷
মঙ্গলবার ৬৩-তে পা রাখলেন বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী৷ এদিন তিনি বলেন, ‘লোকসভা নির্বাচনের আগে এবার আমার জন্মদিন পালিত হচ্ছে৷ দেশের সবথেকে বড় রাজ্যে সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধেছি আমরা৷ এতেই বিজেপি-সহ অন্যান্য দলগুলির ঘুম ছুটে গিয়েছে৷’
দিল্লীর মসনদের ভাগ্য নির্ধারক উত্তরপ্রদেশ৷ তাই গোবলয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যটি যে দলকে সবথেকে বেশি ভোট দেয় সেই দলটির দিল্লীতে কুর্সি দখল করার পথ তত মসৃণ হয়৷ অতীতে এই রাজ্য থেকে জিতে অনেক নেতা প্রধানমন্ত্রী হয়েছেন৷ সেকথা মাথায় রেখে দলিত নেত্রীর সংযোজন, ‘উত্তরপ্রদেশ ঠিক করে কেন্দ্রে কে সরকার গড়বে আর কে হবে প্রধানমন্ত্রী৷ সপা ও বসপা-কে তাদের মধ্যেকার বিবাদ ভুলে একজোট হয়ে লড়তে হবে৷ এবং জোট প্রার্থীদের জিতিয়ে আনতে হবে৷ সেটাই হবে আমার জন্মদিনের তোফা৷’