দাম বাড়ল মাদার ডেয়ারি দুধের৷ একধাক্কায় ২টাকা মূল্যবৃদ্ধির ফলে প্রতি লিটারে দাম বাড়ল ৪টাকা৷ জানা গেছে, ভর্তুকি দেওয়া সম্ভবপর হচ্ছে না বলেই এই দামবৃদ্ধি।
প্রসঙ্গত, ৫০০ গ্রাম মাদার ডেয়ারি দুধের দাম এতদিন ছিল ২০ টাকা৷ দাম বেড়ে এবার থেকে তা হাতে পাওয়া যাবে ২২ টাকাতে৷ তবে এই হঠাৎ মূল্যবৃদ্ধিতে আমজনতার পকেটে যে অনেকটাই টান পড়বে তা বলাই বাহুল্য৷ পাশাপাশি এর সঙ্গে পাল্লা দিয়ে অন্যান্য সংস্থার দুধের মূল্যবৃদ্ধিও হবে কি না সেই সংশয়ও থাকছে৷
কিন্তু কেন এই সিদ্ধান্ত? বাজারে অন্যান্য কোম্পানির প্যাকেট জাত দুধের তুলনায় মাদার ডেয়ারির দুধের মান অনেক উন্নত। সেই মান বজায় রাখতে এই দুধের ভর্তুকি দেওয়া আর সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে সংস্থা। সেকারণেই লিটার প্রতি চার টাকা দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাদার ডেয়ারির অন্যান্য প্যাকেট জাত দ্রব্য অর্থাৎ টোনড মিল্ক, ডবল টোনড মিল্কের দাম অপরিবর্তীত থাকছে।