এর থেকে বড় পাওনা আর কিছু হতে পারে না। অস্ট্রেলিয়ায় দুরন্ত পারফরম্যান্স করে টেস্ট সিরিজ জিতেছে ভারত। দুর্দান্ত ব্যাটিং করে তাক লাগিয়ে দিয়েছেন চেতেশ্বর পুজারা। ম্যান অব দ্য সিরিজ ট্রফিও উঠেছে তাঁরই হাতে। ভারতীয় মিডিয়া তো বটেই, গোটা ক্রিকেট বিশ্বে পুজারা নিজেকে নতুনভাবে প্রতিষ্ঠা করেছেন। এবার পুজারার ব্যাটিংয়ের প্রশংসা করলেন ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডস।
চেতেশ্বর পুজারার ব্যাটিংয়ের প্রশংসা করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন স্যার ভিভ। অস্ট্রেলিয়ার মাটিতে ২–১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়। ঐতিহাসিক জয়ের জন্য ভারত অধিনায়ক বিরাট কোহলি ও কোচ রবি শাস্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন রিচার্ডস। আলাদা করে প্রশংসা করেছেন চেতেশ্বর পুজারার।
কৃতজ্ঞতা প্রকাশ করে পুজারা বলেছেন, ‘স্যার, অনেক অনেক ধন্যবাদ। যাঁকে অনুসরণ করি, তাঁর থেকে এমন প্রশংসা আমার কাছে বড় পাওয়া।’
ধৈর্যের পরীক্ষায় খাতায় কলমে পিছনে ফেলে দিয়েছেন রাহুল দ্রাবিড়কেও। এই চার ম্যাচের সিরিজে মোট ৭ ইনিংসে ১ হাজার ২৫৮টি ডেলিভারির মুখোমুখি হয়েছেন পূজারা। মাথায় খেয়েছেন, ঘাতক বল গায়ে লেগেছে তবুও বুক চিতিয়ে দাঁড়িয়ে ছিলেন চেতেশ্বর। ঘণ্টার পর ঘণ্টা ক্রিজে দাঁড়িয়ে থেকেছেন ক্লান্তিহীন ভাবে।
প্রসঙ্গত, গোটা সিরিজে যেখানে বিরাট কোহলি খেলেছেন ৬৮৪টি ডেলিভারি, সেখানে তাঁর দ্বিগুন ডেলিভারির সম্মুখীন হয়েছেন সৌরাষ্ট্রের এই ব্যাটসম্যান। যার ফলও পেয়েছেন হাতেনাতে। রান করেছেন ৫২১। শতরান তিনটি। গড় ৭৪.৪২। সর্বোচ্চ ১৯৩।