৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৩তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এই বছর থেকে আদিবাসী সংস্কৃতিও উঠে আসবে বইমেলায়।এবারই প্রথম লেপচা সংস্কৃতি তুলে ধরা হবে বইমেলায়। পাওয়া যাবে লেপচা ভাষার বই। পরের বছরগুলিতে বোড়ো, রাভা ও খেড়িয়া সংস্কৃতিতেও জোর দেবেন বইমেলা কর্তৃপক্ষ।
বইমেলায় অংশ নেবে আমেরিকা, ইংল্যান্ড, বাংলাদেশের মতো দেশগুলি। বাংলাদেশ থেকে আসছে ৪১টি প্রকাশক সংস্থা। ১০ ফেব্রুয়ারি উদযাপন করা হবে ‘বাংলাদেশ দিবস’। গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানালেন, ‘ কলকাতা বইমেলায় অংশ নিতে চাইলেও সম্ভবত ভিসা সমস্যার কারণে পাকিস্তানের প্রকাশকরা আসতে পারছেন না।‘
এবার বইমেলার থিম দেশ লাতিন আমেরিকার গুয়াতেমালা। দিল্লিতে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ায় সাংবাদিক সম্মেলন করে এ খবর জানালেন পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়, অধিকর্তা সুধাংশু দে এবং যুগ্ম সম্পাদক মিলিন্দ দে। ছিলেন গুয়াতেমালার রাষ্ট্রদূত জিওভানি কাস্ত্রিও। তাঁর ঘোষণা, ‘কলকাতা বইমেলায় দুটি জায়েন্ট কাইট প্রদর্শন করা হবে। যা শুধু কলকাতা নয়, গোটা বিশ্বের নজর কাড়বে। এ ছাড়া দেশের নোবেলজয়ী সাহিত্যিকের বই থাকবে। থাকবে বিশেষ রান্নাবান্নার বই। বেশ কিছু বইয়ের বাংলা অনুবাদও মিলবে।’ ৩০ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন বইমেলার। মেলা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।