দুর্গাপুজোগুলিকে আয়কর নোটিশের বিরুদ্ধে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শুক্রবার বারাসতে যাত্রা উৎসবের সূচনা করে মোদী সরকারের বিরুদ্ধে কার্যত হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘পুজো কমিটির থেকে ইনকাম ট্যাক্স রিটার্ন চাওয়া হচ্ছে। একটা ক্লাবের গায়ে হাত লাগলেও ছেড়ে কথা বলব না। আমি সব ক্লাবকে বলে দেব, ডাকলে একদম যাবেন না।’। এই ব্যাপারে সমস্ত দুর্গাপুজো কমিটিগুলিকে একজোট হওয়ার জন্যে নির্দেশ দেন তিনি।
শহরের নামকরা ৪০টি পুজো কমিটিকে নোটিশ ধরিয়েছে আয়কর দফতর। পুজোর খরচ নিয়ে সবিস্তারে আলোচনার জন্য তাদের তলব করেছে আয়কর দফতর। এতেই বেজায় চটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমি শুনেছি ওরা (কেন্দ্র সরকার) ক্লাবগুলোকে ডিস্টার্ব করতে চাইছে। কেন ইনকাম ট্যাক্স চাইবে? ক্লাবগুলো কি লাভের জন্য পুজো করে? এটা তো আমাদের উৎসব। আসলে ওরা দুর্গাপুজো বন্ধ করে দিতে চাইছে’।
বাংলায় সব থেকে বড় উৎসব দুর্গা পুজো। গোটা বছর এই পুজোর জন্যে অপেক্ষা করে থাকে বাংলার মানুষ। সম্প্রতি যে সমস্ত পুজো সরকারি অনুদান পায় সেই সমস্ত পুজো কমিটিগুলিকে আয়কর দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। মোদী সরকারের এমন নির্দেশেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘সবাই আয়কর দেবে আর ওরা জনগণের আয় লুটে নেবে’। বিজেপির ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, ‘আগে জ্বালিয়েছে বাম। এখন জুটেছে নাটুকে রাম। রামের নাম করে আমাদের ধর্ম শেখাচ্ছে’!