বহুদিনের জোটসঙ্গী শিবসেনা বিজেপির বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে সমালোচনার সুর চড়াচ্ছে। এবার তাদের বিরুদ্ধে পরোক্ষে হুমকি দিলেন বিজেপির সভাপতি অমিত শাহ। বলেন, ‘কেউ যদি আমাদের সঙ্গে জোট না বাঁধে, সে পুরানো মিত্র হলেও, ছাড়ব না। তাকে হারাবই’।
আজ সোমবার অমিত শাহ ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ মহারাষ্ট্রের বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। অমিত শাহের এই হুঁশিয়ারি যে শরিক শিবসেনার উদ্দেশ্যে সেটা স্পষ্ট। কারণ শিবসেনা নেতারা আগে বলেছিলেন, আগামী দিনে তাঁরা একাই লড়তে পারেন। তারই পাল্টা হিসাবে অমিত শাহ এমন হুমকি দিয়েছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কিন্তু প্রশ্ন উঠেছে গণতন্ত্রে এমন ‘হুমকি’ কতটা যুক্তি সঙ্গত? কোনও দল পুরনো অবস্থান থেকে সরে ভোটে একা লড়তেই পারে। রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, এর জন্য এমন হুমকি দেওয়াটা অমিত শাহের অপরাধমনস্কতাই প্রমান করে।
লোকসভা নির্বাচন সম্পর্কে অমিত শাহ বলেন, ‘আমাদের দেশ ২০০ বছর ধরে ‘দাসত্ব’ করেছে। আমরা যদি ভোটে জিততে পারি, আমাদের মতাদর্শ আগামী ৫০ বছর দেশে রাজত্ব করবে। তাই নির্বাচনে জেতার জন্য আমাদের এবার বাড়তি চেষ্টা করতে হবে’।
বৈঠক শেষে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, ‘২০১৯ সালে আমরা ২০১৪-র চেয়েও বেশি আসন পেয়ে জিতব। গতবারে আমরা মহারাষ্ট্র বিধানসভায় ১২২ টি আসন পেয়েছিলাম। আমাদের প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল ১ কোটি ৫০ লক্ষ। একা ক্ষমতায় আসতে হলে আমাদের ২ কোটি ভোট পেতে হবে। যারা রাজ্য সরকারের নানা পলিসিতে লাভবান হয়েছেন, তাঁদের সংখ্যা ২ কোটির বেশি’।